পটুয়াখালীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর,ও র্যাবের যৌথ অভিযানে ভ্রাম্যমান আদালতে জরিমানা।
মিজানুর রহমান অপু,পটুয়াখালী প্রতিনিধিঃ
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, পটুয়াখালী র্যাব-৮সিপিসি-১পটুয়াখালী ক্যাম্প এর যৌথ উদ্যোগে অদ্য ০৭/০৮/২০২১ইং তারিখ দুপুর আনুমানিক ১:৪৫ মিনিটেরর সময় পটুয়াখালী জেলার সদর থানার সদর রোড এলাকায় অভিযান পরিচালনা করে ফার্মেসীতে নমুনা ঔষধ বিক্রয় করার অপরাধে, ১। সোনালী মেডিকেল হল এর মালিক সঞ্জয় কর্মকার(৫৩), পিতা-নিত্যানন্দ কর্মকার, সাং-সদর রোড, থানা-সদর, জেলা-পটুয়াখালীকে ২০ হাজার টাকা এবং ২। মদিনা মেডিকেল হল এর মালিক ইসমাইল হোসেন খান(২৮), পিতা-আঃ আজিজ খান, সাং-সদর রোড, থানা-সদর, জেলা-পটুয়াখালীকে ৮ হাজার টাকা সহ সর্বমোট ২৮ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের সহকারী পরিচালক, জনাব মোহাম্মদ সেলিম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, পটুয়াখালী, ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৩৭/৩৮ ধারা মোতাবেক অর্থদন্ড প্রদান করেন।
এবিষয়ে পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত সহকারী পরিচালক শহীদুল ইসলাম গণমাধ্যকে জানায়, প্রতিদিনের ন্যায় আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতে ওঅব্যহত থাকবে বলে জানান তিনি।