নুরআলম নাহিদ ,চিলমারী প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারী উপজেলার ২৫ জেলে ভারতের জেল থেকে মুক্তি পেয়ে আসা এবং নিহত ১জনের পরিবারের মাঝে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন খাদ্য সহায়তা প্রদান করেছেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ) দুপুরে চিলমারী উপজেলা পরিষদ সভা কক্ষে এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়। উপজেলা প্রশাসন চিলমারীর আয়োজনে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার নুর- ই জান্নাত রুমির সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম , উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কুদ্দুস সরকার, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন,
মহিলা ভাইস চেয়ারম্যান আছমা বেগম, জেলা পরিষদ সদস্য রেজাউল করিম লিচু, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথি বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেন, চিলমারীর জেলেরা যেন আর ভারতে মাছ ধরতে না যেতে হয় সেজন্য চিলমারীতে মাছের উৎপন্ন করা হবে বলে জানিয়েছেন।
এএসবিডি/আরএইচএস