দশমিনায় পৃথক ঘটনায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু।
মিজানুর রহমান অপু,পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর দশমিনায় পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন একই উপজেলার সদর ইউনিয়নের দশমিনা গ্রামের বাবুল খাঁর দেড় বছর বয়সের শিশুপুত্র রমজান ও উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী গ্রামের আনসার দালালের সাড়ে ৩ বছর বয়সের শিশুপুত্র মোঃ ইব্রাহিম।
মৃত রমজানের চাচা জাহিদ জানান, বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুরের দিকে একই উপজেলার সদর ইউনিয়নের আরজবেগী গ্রামে নানা বাড়িতে বেড়াতে গিয়ে শিশু রমজান সবার অগোচরে খেলতে গিয়ে পুকুরে পরে যায়। পরে স্বজনরা অনেক খোঁজাখুজি করে তাকে পুকুর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মোঃ রাকিব মিয়া রমজানকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, বুধবার (৪ আগস্ট) দুপুরের পর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী গ্রামের আনসার দালালের শিশুপুত্র ইব্রাহিম পুকুরের পানিতে ডুবে মারা যায়। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শিশু ইব্রাহিম সবার অগোচরে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পরে যায়। পরে স্বজনরা অনেক খোঁজাখুজির পর পুকুর থেকে অচেতন অবস্থায় শিশু ইব্রাহিমকে উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মোঃ জসিম উদ্দিন সরকার তাকে মৃত ঘোষণা করেন।