মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

কালীগঞ্জে ‘KNOW YOUR FUTURE ‘বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শ্যামল কুমার মন্ডল, কালীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৮ জুন, ২০২৫
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ৪ নম্বর দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে ফতেপুর মাধ্যমিক বিদ্যালয়ে ‘KNOW YOUR FUTURE’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ ৮ জুন ২০২৫ বেলা ১১ টায় ফতেপুর সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এর প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সংগঠন এফ এস এফ এস এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এই সেমিনার ।
                     কালিগঞ্জ উপজেলা থেকে বাছাইকৃত বিভিন্ন স্কুল -কলেজের মেধাবী শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন এর মাধ্যমে উপস্থিত করা হয় এই সেমিনারে।
 সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারি একান্ত সচিব জনাব মাহবুবু আলম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব এরশাদ আলী মীর (প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ফতেপুর মাধ্যমিক বিদ্যালয়), মোহাম্মদ রেজওয়ান হারুন ( প্রধান শিক্ষক ফতেপুর মাধ্যমিক বিদ্যালয় ), মোহন অধিকারী (এফসিএ,ঢাকা), আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিত্ব জনাব নুরুজ্জামান পাড়,ডিজি. এফ.আই. বিল্লল হোসেন, মেডিকেলে চান্স পাওয়া ছাত্র রমিম। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিষ্ণুপদ গাইন, ভগবান জসমন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শোয়েব আলী, আইটি ফার্ম খুলনার তুহিন, ব্রাক কর্মী কামরুজ্জামান লিটন, শিক্ষক শ্যামল কুমার মন্ডল, এছাড়া উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যবসায়ী বৃন্দ।
 সেমিনারে প্রধান অতিথি তার বক্তব্যে ছাত্রছাত্রীদের ভবিষ্যতে লক্ষ্য অর্জনের জন্য সঠিক প্রচেষ্টা গ্রহণ করতে বলেন। ভবিষ্যতে সুন্দর কিছু অর্জন করতে গেলে আজ থেকে দৃঢ় প্রত্যয় নিয়ে শিক্ষার্থীদের লেখাপড়া করার জন্য আহ্বান জানান।
 অন্যান্য বক্তারা যার যার বিষয় নিয়ে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেন। বিজ্ঞান,বাণিজ্য ও মানবিক বিভাগে লেখাপড়া করলে ভবিষ্যতে কি ধরনের সুযোগ সুবিধা পাওয়া যাবে এবং কোন কোন চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার পাওয়া যাবে সে সম্পর্কে আলোচনা করেন। ফিলাঞ্চার গান ফ্রিল্যান্সিংয়ের এর গুরুত্বপূর্ণ ধারণা দেন। শিক্ষার্থীদের মাঝে আইটি বিষয়ক ধারণাও দেয়া হয়।
 এছাড়াও বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যতে দেশ গঠনের কারিগর হিসেবে আখ্যায়িত করেন এবং দেশের কল্যাণে জন্য তাদের আত্মনিয়োগ করার জন্যে আহব্বান জানান।
 এফ এস এফ এস বর্তমানে এলাকার একটি সমাজসেবী প্রতিষ্ঠান হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছে। প্রতিষ্ঠানটি দুস্থ শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ,স্কুল ড্রেস বিতরণ, আর্থিক সহযোগিতা, রক্তদান কর্মসূচি, বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ক্রিয়া প্রতিযোগিতার আয়োজন,এছাড়াও অন্যান্য সামাজিক কাজে অংশগ্রহণ করে থাকে। সেমিনারে বক্তাগন এফ এস এফ এস এর উদ্যোগে এ ধরনের সেমিনার আয়োজন করার জন্য এফএস এফ এস কে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102