মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

২২ বছর পর ময়মনসিংহে জনসভা করবেন তারেক রহমান

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

২২ বছর পর ময়মনসিংহের মাটিতে পা রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি। তারেক রহমানের আগমনকে ঘিরে উচ্ছ্বসিত স্থানীয় নেতাকর্মীরা। এর আগে ২০০৩ সালে বিএনপির একটি কর্মসূচিতে অংশ নিতে ময়মনসিংহ এসেছিলেন তিনি।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে তারেক রহমানের জনসমাবেশস্থলে গিয়ে দেখা যায়, জোরেশোরে চলছে মঞ্চ তৈরির কাজ। সভাস্থল পরিদর্শন করছেন নেতাকর্মীরা। তারা জানান, জনসভায় ৪-৫ লাখ মানুষের সমাগম ঘটবে। সন্ধ্যার পর থেকেই বিভিন্ন জেলা থেকে আসা শুরু করবেন নেতাকর্মীরা।

জেলা যুবদলের সহসভাপতি জামিলুর রহমান বলেন, দলের শীর্ষনেতা তারেক রহমানকে কাছ থেকে দেখতে অপেক্ষার প্রহর গুনছি। মঞ্চ কীভাবে তৈরি করা হয়েছে তা দেখতে এসেছি। তার মুখে অবহেলিত ময়মনসিংহ অঞ্চলের নানা উন্নয়নের পরিকল্পনা শুনব। তিনি যেভাবে জনসমাবেশে মানুষকে কাছে টেনে নিচ্ছেন এটা বিরল। নেতার আগমনে ওয়ার্ড ইউনিয়ন পর্যায় থেকে নেতাকর্মীরা আসার প্রস্তুতি নিচ্ছেন।

ময়মনসিংহ বিভাগীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ বলেন, ‘জনসভার প্রস্তুতি ইতোমধ্যে শেষ পর্যায়ে। আমরা আমাদের নেতাকে বরণ করতে সর্বোচ্চটুকু করছি। সকল ইউনিটকে নির্দেশনা দেওয়া হয়েছে সমাবেশ শুরুর কয়েক ঘণ্টা পূর্বেই মিছিল নিয়ে মাঠে প্রবেশ করতে। জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা।’

তিনি আরও বলেন, ‘সড়কপথে এসে দুপুর ২টায় তারেক রহমান ময়মনসিংহের সার্কিট হাউজের সমাবেশে যোগদান করবেন। এর আগে ২০০৩ সালে তারেক রহমান এসেছিলেন। উনার আগমনকে ঘিরে আমরা উচ্ছ্বসিত। সার্কিট হাউস মাঠে কয়েক লাখ মানুষের সমাগম ঘটবে।’

দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে তারেক রহমানের আগমন উপলক্ষে অনুষ্ঠিত দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে জনসভার সার্বিক প্রস্তুতি, সাংগঠনিক অবস্থান এবং প্রত্যাশিত জনসমাগম সম্পর্কে বিস্তারিত তুলে ধরে এবং ব্যাপক লোকসমাগমের আশা প্রকাশ করে নেতৃবৃন্দ জানান, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নগরীর সার্কিট হাউজ মাঠের জনসভার জন্য জেলা উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপি প্রস্তুতি শেষ পর্যায়ে। পুরোদমে চলছে মঞ্চ তৈরির কাজ। ইতোমধ্যে নগরীর বিভিন্ন স্থানে লাগানো হয়েছে শুভেচ্ছা সংবলিত প্যানাফ্লেক্স ও ফ্যাস্টুন।

তারা জানান, তারেক রহমানের জনসভায় সভাপতিত্ব করবেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের দলীয় প্রার্থী জাকির হোসেন বাবলু। এ সময় মঞ্চে উপস্থিত থাকবেন ৪ জেলার ২৪ জন দলীয় প্রার্থী।

ইতোমধ্যে জনসভা সফল করতে ময়মনসিংহ বিভাগের ৪ জেলার নেতৃবৃন্দকে সাথে নিয়ে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আশা করছি, তারেক রহমানের এই জনসভা লোকসমাগমের দিক থেকে অতীতের সকল রেকর্ড ভঙ্গ করবে। এ জন্য নিরাপত্তা বিবেচনায় জেলা ও বিভাগীয় প্রশাসনকে লিখিতভাবে অবহিত করে সব ধরনের সহযোগিতা চাওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রুকন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এম এ হান্নান খান, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহীদুল আলম খসরু উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102