সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

কক্সবাজারে ২৪ কোটি টাকার মাদক জব্দ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

কক্সবাজার শহরের উত্তর নুনিয়ারছড়ায় সাগরপথে পাচার করে আনা ২৪ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধীন কক্সবাজার ক্যাম্প কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যাটালিয়নটির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিয়ামুল হালিম খান।

আটককৃতরা হলেন, চকরিয়া উপজেলার চরণদ্বীপ এলাকার মৃত হোসেন আহমেদের ছেলে মো. ইসমাইল (৪৩) এবং উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের মৃত সাবের আহমেদের ছেলে নজরুল ইসলাম (৪২)।

সংবাদ সম্মেলনে লে. কর্নেল নিয়ামুল হালিম খান জানান, সাগরপথে মাছ ধরার ট্রলারসহ বিভিন্ন ধরনের নৌযান ব্যবহার করে সংঘবদ্ধ চক্রের কতিপয় সদস্য দীর্ঘদিন ধরে প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে মাদকের চালান পাচারের সঙ্গে জড়িত। এরই ধারাবাহিকতায় সম্প্রতি চক্রটির সদস্যরা মাদকের একটি বড় চালান পাচার করে এনে মজুদ করেছে—এমন তথ্য পায় র‌্যাব।

এরপর সোমবার সকালে কক্সবাজার শহরের উত্তর নুনিয়ারছড়া এলাকায় সাগর উপকূলের প্যারাবনে র‌্যাবের একটি বিশেষ দল অভিযান চালায়। ঘটনাস্থলে পৌঁছালে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্দেহজনক দুই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে র‌্যাব সদস্যরা তাদের আটক করতে সক্ষম হয়।

তিনি আরও বলেন, আটককৃতদের দেওয়া তথ্যমতে প্যারাবনে বালিচাপা অবস্থায় প্লাস্টিকের চটের দুটি বস্তা উদ্ধার করা হয়। বস্তাগুলো খুলে পাওয়া যায় ৬ লাখ ৩০ হাজার ইয়াবা এবং ১০ কেজি হেরোইন। উদ্ধার করা এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ২৪ কোটি টাকা।

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102