মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন

চট্টগ্রামে চালু হচ্ছে সর্বাধুনিক শপিং মল ‘মেরিডিয়ান কোহিনূর সিটি’

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

চট্টগ্রামবাসীর কেনাকাটা, বিনোদন ও অবসরযাপনের নতুন গন্তব্য হিসেবে যাত্রা শুরু করতে যাচ্ছে ‘মেরিডিয়ান কোহিনূর সিটি’। শপ. ফান. রিলাক্স—এই স্লোগানকে সামনে রেখে মেরিডিয়ান হোল্ডিংসের সিগনেচার প্রজেক্ট হিসেবে নির্মিত চট্টগ্রামের সর্ববৃহৎ এক্সপেরিয়েন্স মলটির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার (৩০ জানুয়ারি)। নগরীর প্রাণকেন্দ্র দামপাড়ায় অবস্থিত এই মলটি উদ্বোধনের মাধ্যমে নগরবাসী পাবে এক নতুন লাইফস্টাইল ডেস্টিনেশন।

সোমবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজকরা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, চট্টগ্রামের প্রাইম লোকেশনে অবস্থিত মেরিডিয়ান কোহিনূর সিটি আধুনিক স্থাপত্যশৈলী ও আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধার সমন্বয়ে গড়ে তোলা একটি পূর্ণাঙ্গ শপিং, এন্টারটেইনমেন্ট ও লাইফস্টাইল ডেস্টিনেশন। মলটিতে রয়েছে সুপ্রশস্ত ডাবল অ্যাট্রিয়াম, দুইটি এসকেলেটর, পাঁচটি লিফট, বড় ড্রপ-অফ এরিয়া এবং পর্যাপ্ত পার্কিং সুবিধা, যা দর্শনার্থীদের যাতায়াতকে আরও স্বাচ্ছন্দ্যময় করবে।

জননিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মলটিতে তিনটি জরুরি বহির্গমন সিঁড়ি, আধুনিক অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও পাবলিক অ্যানাউন্সমেন্ট সিস্টেম স্থাপন করা হয়েছে। এর ফলে যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকরভাবে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।

একই ছাদের নিচে সব বয়সী ক্রেতাদের জন্য দেশি ও আন্তর্জাতিক ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ শোরুম ও আধুনিক ফ্যাশন আউটলেট থাকছে। শিশুদের বিনোদনের জন্য যুক্ত হচ্ছে জনপ্রিয় কিডস প্লে-জোন ‘বাবুল্যান্ড’। দৈনন্দিন কেনাকাটার সুবিধায় থাকছে সিঙ্গাপুরভিত্তিক সুপার মার্কেট ‘মোস্তফা মার্ট’। পাশাপাশি আন্তর্জাতিক মানের ফুডকোর্ট ‘টেস্ট টার্মিনাল’-এ মিলবে নানা দেশের খাবারের স্বাদ।

শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। এ ছাড়া অনুষ্ঠানে চট্টগ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, করপোরেট ব্যক্তিত্ব, বিনিয়োগকারী, মিডিয়া প্রতিনিধি ও সাধারণ ক্রেতারা উপস্থিত থাকবেন।

আয়োজকদের প্রত্যাশা, মেরিডিয়ান কোহিনূর সিটি শুধু একটি শপিং মল নয়; বরং চট্টগ্রামবাসীর জন্য একটি আধুনিক লাইফস্টাইল ও বিনোদনের কেন্দ্র হিসেবে নতুন মাত্রা যোগ করবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মেরিডিয়ান কোহিনূর সিটির চেয়ারম্যান কোহিনুর কামাল, পরিচালক আকিব কামাল, মেরিডিয়ান গ্রুপের সিইও শান্তনু বড়ুয়া এফসিএ, মেরিডিয়ান হোল্ডিংসের সিওও মোহাম্মদ ফাহিম এবং মেরিডিয়ান কোহিনূর সিটির কো-অর্ডিনেটর আসাদ ইফতেখারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102