সোমবার, ২৮ অক্টোবর ২০২৪, ১১:২০ অপরাহ্ন

পটুয়াখালীর গলাচিপায় ডাকুয়া গ্রামের রুহুল আমিন হত্যা মামলার প্রধান দুই আসামী গ্রেফতার।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
পটুয়াখালীর গলাচিপায় ডাকুয়া গ্রামের রুহুল আমিন হত্যা মামলার প্রধান দুই আসামী গ্রেফতার।
মিজানুর রহমান অপু,পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় হত্যা মামলার প্রধান দুই আসামীকে গ্রেফতার করেছে গলাচিপা থানা পুলিশ। বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টায় গলাচিপা থানার অফিসার্স ইনচার্জ এর কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিং হলে অফিসার ইনচার্জ এম,আর শওকত আনোয়ার ইসলাম জানান, রুহুল আমিন হত্যা মামলার প্রধান আসামী মিরাজ মীর কে ব্রাহ্মবাড়িয়ার মেড্ডা থেকে এবং দুই নম্বর আসামী জসিম মীরকে ফেনীর মহিপাল থেকে গ্রেফতার করা হয়। এসময় তিনি আরও বলেন, গলাচিপা থানার সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. শাহেদ চৌধুরীর নেতৃত্বে ও সি (তদন্ত) আতিকুল ইসলাম, এস,আই তারেক মাহমুদ ও এ,এস,আই দিবাকর চন্দ্র দাস এ অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেফতার করেন।
উল্লেখ্য, গত ২৫শে জুন, ২০২১ তারিখে গলাচিপার ডাকুয়া ব্রীজ বাজরে রুহুল আমিন মীর (ধলা)কে তার চায়ের দোকানে ঢুকে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হামলা চালিয়ে গুরুত্বর আহত করা হলে স্থানীয় লোকজন তাকে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে, ওই দিনই উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে নেওয়ার পথে তিনি মারা যান। পরের দিন নিহতের স্ত্রী মোসা. নাজমুন নাহার বাদী হয়ে গলাচিপা থানায় মিরাজ মীর ও জসিম মীরকে প্রধান আসামি করে এজাহার ভূক্ত ২৬জন ও অজ্ঞাত ২৫জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে ২৬ শে জুন সিসি ক্যামেরার ফুটেজ দেখে গলাচিপা থানা পুলিশ ৬জন আসামীকে বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করেন। এসময় গলাচিপা থানা অফিসার ইনচার্জ এম আর সওকত আনোয়ার অপরাধীদের হুশিয়ারি দিয়ে বলেন, আইনের চোক ফাঁকি দিয়ে কোন অপরাধী এড়াতে পারেনি আর থাকতে পারবেনা বলে জানান।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102