রূপগঞ্জে মালসহ ছিনতাইকারী গ্রেপ্তার।
নারায়ণ সরকার, রূপগঞ্জঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছিনতাই হওয়া মালামালসহ কারিমুল্যাহ (২৫) নামে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার কাঞ্চন পৌরসভার কালাদী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত কারিমুল্যাহ কাঞ্চন পৌরসভার কালাদি গ্রামের সুলতান মিয়ার ছেলে।
ভোলাব ফাড়ির ইনচার্জ মাহবুবুর রহমান জানান, দীর্ঘদিন ধরে গ্রেপ্তারকৃত কারিমুল্যার নেতৃত্বে সংঘবদ্ধ ছিনতাইকারীর দল এশিয়ান হাইওয়ে সড়কে চলাচল করা বিভিন্ন মালবাহী ও যাত্রীবাহি গাড়িতে ছিনতাই করে আসছিল।
বুধবার বিকেলে উপজেলার রূপসী এলাকার সিটি মিলস থেকে মালামাল নিয়ে এশিয়ান হাইওয়ে সড়ক দিয়ে যাবার পথে চরপাড়া এলাকায় পৌছলে গাড়িটির গতিরোধ করে কারিমুল্যাহ। এসময় দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ট্রাক চালক হেলাল ও হেলপার রাকিবের কাছ থেকে মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়। ঘটনাটি পুলিশকে জানালে ভোলাব তদন্ত কেন্দ্রের এএসআই রাসেল রাতে কালাদি এলাকা থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোন ও নগদ টাকাসহ ছিনতাইকারি কারিমুল্যাহকে গ্রেপ্তার করেন।
কারিমুল্যার বিরুদ্ধে দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার মুরারিপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে ট্রাকচালক হেলালউদ্দিনের দায়ের করা ছিনতাই মামলা ছিল। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।