পুলিশ সুপারের নেতৃত্বে ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে ৬ জুয়াড়ি আটক।
অয়ন সরকার,ডুমুরিয়া খুলনাঃ
জুয়া মুক্ত ডুমুরিয়া থানা গড়ার লক্ষ্যে খুলনা জেলা পুলিশ সুপার মােহাম্মদ মাহবুব হাসানের নির্দেশনায়, ও ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মােঃ ওবাইদুর রহমানের নেতৃত্বে থানা পুলিশের অভিযানে মঙ্গলবার (২৭জুলাই) আনুমানিক বেলা আড়াইটার সময় ডুমুরিয়া উপজেলার আরাজি সাজিয়াড়া কালিবাড়ী মোড় মাছের আড়ৎতে জুয়া খেলারত অবস্থায় জুয়া খেলার সরঞ্জামাদিসহ ০৬ জন জুয়াড়ীকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত আসামিরা হলো,১. রাস্তম শেখ (৫০), পিতা-মৃত:মানিকশেখ,
২. আব্দুল গফ্ফার (৫০), পিতা- মৃত: আব্দুল আজিজ , উভয় গ্রাম-আরাজি সাজিয়াড়া, :
৩. শাহাদৎ জোয়ার্দ্দার (৪০), পিতা- মৃত: আঃ সামাদ জোয়ার্দ্দার , গ্রাম-চিংড়া,
:৪. মােঃ রফিকুল ইসলাম (৪৫), পিতা- রজব আলী গাজী,গ্রাম-বালিয়াখালী,
:৫, সালাম বাওয়ালী (৪৬), পিতা- ইসলাম বাওয়ালী,গ্রাম- মলমলিয়া,
:৬. জাকির খান (৪৪), পিতা- মৃত: রাজা খান,গ্রাম- গালনা, সর্ব থানা-ডুমুরিয়া, খুলনা।
এবিষয়ে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওবাইদুর রহমান বলেন, আসামিদের বিরুদ্ধে থানায় জুয়া আইনে মামলা হয়েছে। বুধবারসকালে উক্ত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।