মৃত জাফর আহমেদ স্যার কর্মজীবনে আব্দুলপুর ডিগ্রি কলেজ(বর্তমান সরকারি) এর সাবেক অধ্যক্ষের দ্বায়িত্ব পালন করেছেন,অত্র কলেজটি(আব্দুলপুর কলেজ) জাতীয়করণের পর তিনি নাটোরের ঐতিহ্যবাহী নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসেবে দীর্ঘদিন দ্বায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে সহকারী অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন, তারপর তিনি নাটোর রাণী ভবানী সরকারি মহিলা কলেজে উপাধ্যক্ষ হিসেবে দ্বায়িত্ব পালন করেন এবং সেই কলেজ থেকে অবসর গ্রহণ করেন।
অবসর গ্রহণের পর তিনি নাটোর শহরের আলাইপুর ফৌজদারী পাড়ার বাসা ছেড়ে নাড়ীর টানে নিজ দাঁইড়পাড়া গ্রামের পৈত্রিক বাড়িতে চলে আসেন এবং এখানেই অবসর জীবন যাপন করতেন।ব্যক্তিজীবনে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।তার মৃত্যতে এলাকা বাসি গভীর ভাবে শোকাহত।