সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৯:২৫ অপরাহ্ন

শেকৃবি ফটোগ্রাফিক সোসাইটির সাবেক সভাপতি আটক

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শেরেবাংলা হল থেকে গাঁজা সেবনের অভিযোগে আশরাফুল ইসলাম নামে এক শিক্ষার্থীকে আটক করেছে হল প্রশাসন।

সোমবার (১৪ এপ্রিল) রাত ১১টা ৫৫ মিনিটে হলের ১১৬ নম্বর কক্ষে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযুক্ত আশরাফুল বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী এবং শেকৃবি ফটোগ্রাফিক সোসাইটির (সাউপিএস) সাবেক সভাপতি।

জানা যায়, আশরাফুল ইসলাম শেরেবাংলা হলের ১১৬ নম্বর কক্ষে দুজন বহিরাগতসহ অবস্থান করছিলেন। এমন তথ্যের ভিত্তিতে ভিত্তিতে সোমবার রাতে হল প্রভোস্ট আনসারসহ ওই কক্ষে উপস্থিত হন। এসময় আশরাফুলকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করে হল প্রশাসন।

তাকে আটক করে প্রভোস্ট কক্ষে নিলে সেখানে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো আরফান আলী। হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রক্টরের উপস্থিতিতে প্রথমে গাঁজা সেবনের কথা অস্বীকার করলেও পরে তিনি এ বিষয়ে লিখিত স্বীকারোক্তি দেন।

শেরেবাংলা হলের প্রভোস্ট অধ্যাপক মো. আব্দুল লতিফ বলেন, আনসার এবং গার্ডসহ ওই কক্ষের সামনে গিয়ে দরোজায় বারবার কড়া নাড়লেও পাঁচ থেকে সাত মিনিট পর দরোজা খোলা হয়। কক্ষের বাইরে থেকে গাঁজা সেবনের বিষয়টি টের পাওয়া যায়। আমরা যাওয়ার পর সে পারফিউম লাগিয়ে ও কয়েল জ্বালিয়ে গন্ধ ঢাকার চেষ্টা করে। আশেপাশের ছাত্ররাও জানিয়েছে, ওই কক্ষে গাঁজা সেবন হয়।

তিনি জানান, আটক আশরাফুলের কাছ থেকে তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন এবং একটি ইলেকট্রনিক সিগারেট জব্দ করা হয়েছে। এ বিষয়ে মঙ্গলবার পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102