অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন ডিসি।
গিয়াস উদ্দিন রনি,নোয়াখালী প্রতিনিধিঃ
করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান লকডাউনে নোয়াখালীতে কর্মহীন হয়ে পড়া অসহায় পরিবারের দ্বারে দ্বারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক খাদ্যসহায়তা পৌঁছে দিচ্ছেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ খোরশেদ আলম খান।
গতকাল শুক্রবার (৯ জুলাই) বিকেলে তিনি সুবর্ণচর উপজেলার আশ্রয়ণ কেন্দ্রের ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। এদিন খাদ্যসামগ্রী হিসেবে প্রত্যেককে ১০ কেজি করে চাল, এক কেজি করে ডাল, এক কেজি করে লবণ ও দুই লিটার করে সয়াবিন তেল দেওয়া হয়।