নিজস্ব প্রতিবেদক:মহামারী করোনা ভাইরাস (কোভিড- ১৯) এর বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সংক্রমণ রোধে সোমবার (১৪ এপ্রিল) থেকে সারাদেশে চলছে কঠোর লকডাউন।
এরেই ধারাবাহিকতায় সপ্তাহব্যাপী লকডাউন কার্যকর করতে তৎপরতা রয়েছে পাটগ্রাম উপজেলা প্রশাসন। সোমবার (১৪ এপ্রিল) লকডাউনের প্রথম দিন থেকেই উপজেলার পৌর এলাকার বাজার ধরে, বিভিন্ন বাজারে , গুরুত্বপূর্ণ স্থানে অভিযান চালানো হয়। এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে মাইকিং করা হয়েছে। জানা যায়, লকডাউনের প্রথম দিন পাটগ্রাম উপজেলার অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। গণপরিবহন বন্ধ থাকায় ইজিবাইক, অটোরিক্সায় যাত্রীরা যাতায়াত বন্ধ রয়েছে পাটগ্রাম উপজেলার রাস্তাঘাটে প্রয়োজনীয় কাজ ছাড়া অন্যথায় কেউ বাজারের আশেপাশে আসছে না । অন্য দিনের তুলনায় সাধারণ মানুষকে বাইরে বের হতে দেখা যায়নি। সকাল থেকে পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল। এবং পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মহন্ত, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাম কৃষ্ণ বর্মণ,পাটগ্রাম থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের বেশ কয়েকটি টিম পাটগ্রামে আজ বুধবার ,১৪(এপ্রিল) গুরুত্বপূর্ণ স্থানে যৌথ অভিযান পরিচালনা করেন। এসময় লকডাউনের নির্ধারিত সময়ের মধ্যে দোকান বন্ধ না করা এবং আইন না মানায় ৩ জন কে বিভিন্ন অংকে অর্থদণ্ড প্রদান । তবে আগামীকাল (বৃহস্পতি) থেকে আরও কঠোর হওয়ার হুঁশিয়ারি দেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন
এছাড়া পাটগ্রাম পৌরসভার বিভিন্ন সড়কে পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে বাঁশদিয়ে আটকিয়ে যানচলাচল নিয়ন্ত্রণে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তবে কাঁচামালসহ বিভিন্ন ধরনের পণ্যবাহী ট্রাক ও ভ্যানগাড়ি চলাচলের অনুমতি রয়েছে।