নিজস্ব প্রতিবেদক :
লালমনিরহাটের পাটগ্রাম থানার পুলিশের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চের আলোচনা সভা ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন করা হয়েছে।
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে এই আনন্দ উদযাপন করা হয়। এসময় পাটগ্রাম থানা প্রাঙ্গনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষন প্রচার করা হয়। এরপর কেক কাটার মধ্য দিয়ে আনন্দ উদযাপন অনুষ্ঠান শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন, লালমনিরহাট পুলিশের এএসপি বি-সার্কেল তাপস সরকার , পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন বাবুল , পাটগ্রাম সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রুবেল রানা, পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ হাফিজুল ইসলাম হাফিজ, দহগ্রাম তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মোজাম্মেল হক, পাটগ্রাম মুক্তিযুদ্ধ কমান্ডার (সাবেক) মোস্তফা সালাউজ্জামান ফারুক, পাটগ্রাম থানা পুলিশের সদস্যবৃন্দ ,পাটগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ জনাব হাবিবুর রহমান , পাটগ্রাম পৌরসভার নবনির্বাচিত মেয়র মোঃ রাশেদুল ইসলাম সুইট ও শমশের আলী , আরো উপস্থিত ছিলেন পাটগ্রাম মুক্তিযুদ্ধ সাংসদ কমান্ডার ,বীর মুক্তিযোদ্ধা ও পাটগ্রাম উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্য বৃন্দ ,পাটগ্রাম উপজেলার সাংবাদিকবৃন্দ ,
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে পাটগ্রাম থানায় আনন্দ উদযাপনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।