মোঃ নুরুজ্জামান, বাউফলঃ পটুয়াখালীর বাউফল পৌরসভাসহ উপজেলার মদনপুরা, দাশপাড়া, নাজিরপুর ও বাউফল সদর ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠানের দাবিত মানববন্ধন করেছে বাউফলের সচেতন নাগরিক সমাজ।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বাউফল পৌর আওয়ামী লীগেরর সাধারন সম্পাদক এনায়েত খাঁন ছানা, বীর মুক্তিযোদ্ধা মো. খোরশেদ আলম, বিএনপি নেতা মো.বাবুল হোসেন, যুবলীগ নেতা মো. ইব্রাহিম খলিল, মো. মামুন খাঁন, রিয়াজুল ইসলাম সিকদার, সাংবাদিক মো. শিবলী সাদেক, মাহমদু হাসান রুবেল, নিয়াজ মোর্শেদ প্রমূখ।
বক্তারা বলেন,’ সারাদেশে নির্বাচনী আমেজ বইলেও বাউফল পৌরসভাসহ উপজেলার চারটি ইউনিয়নের নির্বাচনের মেয়াদ নয় বছর আগে শেষ হয়েছে। কিন্তু একদল কুচক্রী মহল নির্বাচন যাতে না হয় সেজন্য ইউনিয়নের সাথে পৌরসভার সীমানা জটিলতা দেখিয়ে বারবার মামলা করে নির্বাচন বন্ধ করে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করছে।
ষড়যন্ত্রমূলক ওই মামলার কারণে সংশ্লিষ্ট চারটি ইউনিয়ন ও পৌরসভার প্রায় ১ লাখ মানুষ ৯ বছর যাবৎ ভোটাধিকার থেকে বঞ্চিত রয়েছেন। যার কারণে ওই চারটি ইউনিয়ন ও পৌরবাসীরা আজ নির্বাচনের দাবিতে মানববন্ধন করেছেন।
মানববন্ধনে বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী, স্থানীয় সাংসদ ও নির্বাচন কমিশনারের কাছে নির্বাচন দাবী করেন। মানববন্ধনে শিক্ষক, গণমাধ্যমকর্মী, রাজনৈতিক নেতা, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পৌরসভার সীমানা জটিলতা নিয়ে উচ্চ আদালতে একাধিক রিট করা হলে ২০২০ সালের ৮ ই ডিসেম্বর উচ্চ আদালত রিট খারিজ করে নির্বাচন প্রক্রিয়া শুরু করার নির্দেশ প্রদান করেন। ওই নির্দেশরার বিরুদ্ধে একটি মহল আপিল বিভাগে একটি দরখাস্ত করেছেন।