আবু নাছের ইরফান, ইয়াস- কক্সবাজারঃ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ কক্সবাজার জেলা শাখা উদ্যোগ দেশব্যাপী সাংবাদিক নির্যাতন, ওসি প্রদীপের লালিত মাদক ব্যবসায়ী কর্তৃক সাংবাদিক ফরিদুল মোস্তফা খাঁনের সকল মিথ্যা মামলা প্রত্যাহার, জীবনের নিরাপত্তা এবং উখিয়ার সাংবাদিক আব্দুল হাকিম এর উপর সন্ত্রাসী হামলায় জড়িতদের শাস্তির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের আহবায়ক সাংবাদিক শহিদুল্লাহ মেম্বারের সভাপতিতে মানববন্ধন ও প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয়।
আজ রবিবার ২৪ জানুয়ারি দুপুর ২ টায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ কক্সবাজার জেলা শাখার সদস্য সাংবাদিক এম এম আব্দুল হাকিম এর উপর হামলাকারী ইয়াবাডন আলী আহমেদ গংদের গ্রেফতার এবং সাংবাদিক ফরিদুল মোস্তফা খাঁনের ঘটনায় জড়িত মাদক ব্যাবসায়ী ওসি প্রদীপ সহ সকলের দৃষ্টান্ত মুলক শাস্তির পাশাপাশি সাংবাদিক ফরিদুল মোস্তফার সব মিথ্যা মামলা প্রত্যাহার ও তার জীবনের নিরাপত্তার দাবিতে ও সভায় ময়মনসিংহের সাংবাদিক খায়রুল আলম রফিক কে পুলিশ কর্মকর্তা কর্তৃক মামলা হামলার প্রতিবাদে তার কঠোর শাস্তিও চাওয়া হয়।
বন্ধ করতে হবে সারা বাংলাদেশে সাংবাদিকদের উপর চলমান সব প্রকার জুলুম নির্যাতন।
সভায় বক্তরা বলেন, দেশব্যাপী গণমাধ্যম কর্মীদের উপর হামলা মামলা ও জুলুম নির্যাতনের ঘটনায় হস্তক্ষেপ কামনায় করেন উদ্বেগ প্রকাশ করে এসব বন্ধে প্রধানমন্ত্রী ও সরকারের দায়িত্বশীলদের প্রতি আহবান জানান। এবং সেই সাথে আরও বলেন, জুলুম নির্যাতন করে গণমাধ্যমের কন্ঠরোধ অতীতে কেউ করতে পারিনি এবং ভবিষ্যতে ও পারবেনা।
উক্ত সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ এর কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক কারা নির্যাতিত সাংবাদিক ফরিদুল মোস্তফা খাঁন, দৈনিক কক্সবাজার ৭১ এর সম্পাদক মজুলুম জননেতা রুহুল আমিন সিকদার,সাংবাদিক সেলিম উদ্দীন, ওসমান গনি এলি, মাহবুবুল আলম মিনার সহ শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন।