শেখর মজুমদার, ইয়াস- সদস্য, পিরোজপুরঃ নেছারাবাদ(স্বরুপকাঠী)উপজেলায় বরছাকাঠী এলাকায়, রবিবার দুপুরে একটি বসতঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
অগ্নিকান্ডে ওই বাড়ির সকল কক্ষ ও কক্ষের ভিতরে থাকা মালামাল পুরে ছাই হয়ে যায়। এসময় দীর্ঘ এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সুত্রে জানা গেছে বছরাকাঠী নিবাসী মোঃশাহ আলম এর পুত্র
মোঃরিপন মিয়ার বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনাঘটে,প্রাথমিক ধারনা করা হচ্ছে ওই বাড়ির একটি কক্ষ থেকে বৈদ্যুতিক শর্ট র্সাকিটের মাধ্যমে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।