শেখর মজুমদার, ইয়াস- সদস্য, পিরোজপুরঃ পিরোজপুরের ভান্ডারিয়ায় শনিবার (২৩ জানুয়ারী) দুপুরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি ভান্ডারিয়া উপজেলা শাখা কর্তৃক সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা, মামলার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।
সমাবেশে প্রতিবাদি বক্তব্য রাখেন ভান্ডারিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা,বাংলাদেশে মফস্বল সাংবাদিক ফোরাম এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এনামুল কবির সোহেল, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক এহছাম হাওলাদার, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর উপজেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম মিলন,সাধারন সম্পাদক রিয়াজ মাহামুদ মিঠু,অর্থ সম্পাদক তরিকুল ইসলাম, দপ্তর সম্পাদক বাদল বেপারী,সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহবায়ক,হাসান ইমাম পান্না,যুগ্ম আহবায়ক বেলায়েত মুন্সী, মোঃশাহজাহান,দেলোয়ার হোসেন তালুকদার, জাকির কাজী মো ফেরদৌস মোল্লা প্রমুখ।
বক্তারা বাংলাদেশের সকল কলম সৈনিকের উপর নির্যাতন বন্ধের দাবি ও হামলা কারিদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবী জানিয়ে সাংবাদিক নির্যাতন বন্ধে আইন প্রণয়নের দাবি করেন মাননীয় প্রধানমন্ত্রীর নিকট।