গোলাম মোস্তফা, ইয়াস- দুর্গাপুর উপজেলা পরিদর্শকঃ আশ্রয়হীন পরিবারকে পুনর্বাসন প্রকল্পের আওতায় রাজশাহীর পুঠিয়ায়,বড়াইগ্রাম, তালুকদার বাড়ি ৫৪ টি পরিবার পাচ্ছেন জমিসহ নতুন ঘর। ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত সোনার বাংলা বিনির্মাণে মুজিববর্ষে, বাংলাদেশের একজন মানুষ গৃহহীন থাকবে না ”মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এই নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ভূমি ও গৃহ প্রদান করা কার্যক্রম চলমান চলছে।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আগামী ২৩ জানুয়ারি, ২০২১তারিখ শনিবার সকাল ১০.৩০টায় উপকারভোগী পরিবারের নিকট উক্ত গৃহ হস্তান্তর কার্যক্রম শুভ উদ্বোধন করবেন।
আশ্রায়ন-২ প্রকল্পের আওতায় ১ম পর্যায়ে সারাদেশে ৬৬ হাজার ১শত ৮৯পরিবারকে ভূমি ও একক গৃহ প্রদান করা হবে এবং ৩ হাজার ৭ শত ১৫ পরিবারকে জমিসহ ব্যারাকে পুনর্বাসন করা হবে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে উপজেলা প্রশাসন, পুঠিয়ায় এই ৫৪ টি ঘরের বাস্তবায়ন কাজ চলছে। যাহার নামকরণ হবে তালুকদার বাড়ি নামে। উল্লেখ্য প্রতিটি ঘর নির্মাণ বাবদ ১,৭১০০০/-(এক লক্ষ একাত্তর হাজার) টাকা বরাদ্দ প্রদান করা হয়।
প্রত্যেকটি একক ঘরে দুইটি সেমি পাকা কক্ষ, একটি রান্নাঘর, একটি টয়লেট ও ইউটিলিটি স্পেস রয়েছে। ২শতাংশ খাস জমি কবুলিয়ত সহ বন্দোবস্ত, নামজারি খতিয়ান, বিদ্যুৎ সংযোগ প্রদান ছাড়াও জীবনযাপন সহজ করার লক্ষ্যে রাস্তা, ড্রেনেজ ব্যবস্থা সহ অনেক ধরনের সুযোগ-সুবিধা সৃষ্টি করা হচ্ছে।
আগামী ২৩ জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক শুভ উদ্বোধন ঘোষণার পর মাননীয় সংসদ সদস্য, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা পরিষদ চেয়ারম্যান, এবং উপজেলা নির্বাহী অফিসারগণ উপকারভোগীদের নিকট কবুলিয়াত দলিল ও নামজারি খতিয়ান, এবং ঘর প্রধানের সনদ ও আনুষঙ্গিক কাগজপত্রের ফোল্ডার হস্তান্তর করবেন।
এ বিশাল কর্মযজ্ঞে পুঠিয়া – দুর্গাপুর সংসদ সদস্য প্রফেসর ডঃ মোঃ মনসুর রহমান, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক , পুঠিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব জি.এম. হীরা বাচ্চু এবং স্থানীয় প্রতিনিধিগণ, এসিল্যান্ড, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, সুশীল সমাজ, গণমাধ্যমকর্মীরা সহ উপকারভোগী ও সর্বস্তরের জনগণ গত ২১ জানুয়ারি ২০২১ রোজ বৃহস্পতিবার স্বতঃস্ফূর্তভাবে সহায়তা এবং পরামর্শ প্রদান করেন।