রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :

কালিয়াকৈরে ১৫০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১

পুনম শাহরীয়ার ঋতু, নিজস্ব প্রতিবেদকঃ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোয়াল বাথান এলাকায় ঢাকা -টাঙ্গাইল মহাসড়কের গোয়াল বাথান নামক এলাকা থেকে বৃহস্পতিবার সকালে ডিবি পুলিশ ১ হাজার ৫০১ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

পুলিশ ও ডিবি পুলিশ জানান, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে গোপন সংবাদের ভিতিতে লালমনিরহাট হইতে আসা সাদা রঙ্গের একটি কাভাট ভ্যানের (যার নম্বর ঢাকা মেট্রো ম ৫৪-৩১৮৮) সামনের একটির বক্স থেকে পলিথিন মোড়ানো ৬টি ব্যাগ থেকে ১ হাজার ৫০১ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। এসময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃতরা হলো, নারায়নগঞ্জ জেলার ফতুল্লাহ থানার আদিতমারি বিন্নাগারী গ্রামের মোঃ মনির হোসেনের ছেলে সেলিম হোসেন (৩২), নরসিংদী জেলার পলাশ থানার, চরসিন্দুর গ্রামের আব্দুস সাত্তার মিয়ার ছেলে মোঃ কাওসা মিয়া (৪০)।

ডিবি পুলিশের এসআই শহিদুল ইসলাম জানান, গোপল সংবাদের ভিত্তিতে কালিয়াকৈর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোয়াল বাথান এলাকায় অবস্থান নেই। পরে লালমনির হাট থেকে আসা ঢাকাগামী সাদা রঙের কার্ভাড ভ্যান আটক করে তল্লাসি চালাই। পরে কাভার্ট ভ্যানের ভিতরের অংশে থাকা গোপন বক্স থেকে ৬০টি পলিথিন ব্যাগে রক্ষিত ১ হাজার ৫০১টি বোতল ফেন্সিডিল উদ্ধার করে কার্ভাড ভ্যান জব্দ করে ডিবি কার্যালয়ে নিয়ে যাই। এঘটনায় দুইজনকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102