রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম :

আ’লীগ সরকারের আমলেই ব্যপক উন্নয়ন হচ্ছে -মুক্তিযুদ্ধ মন্ত্রী

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১

পুনম শাহরীয়ার ঋতু, নিজস্ব প্রতিবেদকঃ

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকারের ব্যাপক উন্নয়ন মানুষ দেখতে পাচ্ছেন। যারা গত ৩০ বছরে সরকার পরিচালিত করেছে, তারা দেশের জন্য কোন উন্নয়নে কাজ করেনি। এই কারণে দেশ অনেক পিছিয়ে গেছে। না হয় সিঙ্গাপুর,মালেশিয়ার মত উন্নয়নশীল দেশের চেয়ে আমরা আরো এগিয়ে থাকতাম। ওই সব দেশে আমাদের পিছনে পড়ে থাকতো। এই কাজগুলো বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন যাতে হয়, এই লক্ষে শেখ হাসিনাকে দোয়া করবেন ও সহযোগিতা করবেন। আল্লাহর মহমতে শেখ হাসিনা যদি সুস্থ থাকেন এবং রাষ্ট্রীয় ক্ষমতায় থাকেন, দেশে ব্যাপক উন্নয়ন হবে এবং হচ্ছে। গত ১২ বছরে বর্তমান সরকার দেশে জন্য ব্যাপক উন্নয়ন কাজ করেছে। যা দেশের মানুষ দেখতে পাচ্ছেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, মঙ্গলবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন।
এসময় কালিয়াকৈর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ,উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা আহমদ রেজা আল মামুন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবীর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল,চাপাইর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুজ্জামান সেতু প্রমুখ বক্তৃতা করেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102