পুনম শাহরীয়ার ঋতু, নিজস্ব প্রতিবেদকঃ গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার তিনটি এলাকায় গত দুইদিনে পুলিশ দুই নারী ধর্ষণের শিকার আরেক নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছেন। গ্রেপ্তারকৃতরা হলো একই উপজেলার কাঠুরিয়া (ভান্নারা) এলাকার আবুল কালাম আজাদের ছেলে সাব্বির হোসেন স্বাধীন (২২), পৌর সভার হরিণহাটি এলাকার শারমিন আক্তারের ভাড়াটিয়া মৃত রমনী কান্ত দাসের ছেলে শ্রী চন্দন সরকার দাস (৩২) ও মাটি কাটা ছাপড়া মসজিদ এলাকার মামুনের বাড়ীর ভাড়াটিয়া চয়ন কান্তি দাস (২৭)। পুলিশ গ্রেপ্তারকৃতদের রোববার সকালে গাজীপুর জেল হাজতে প্রেরণ করেছেন। ধর্ষণের শিকার দুই নারীকে পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহম্মদ মেডিকেল কলেজ হাপপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ, এলাকাবাসী ও ধর্ষিতার পরিবারের সদস্যরা জানান, উপজেলা কাঠুরিয়াচালা (ভান্নারা) গ্রামের মৌচাক স্কাউট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ এর দশম শ্রেণির নারী শিক্ষার্থীকে আবুল কালাম আজাদের ছেলে সাব্বির হোসেন ওরফে স্বাধীন গত ১৩ জানুয়ারী দিনে বাসায় ডেকে নেয়। পরে সাব্বির হোসেন ওরফে স্বাধীন তার কক্ষে নিয়ে ঘরের দরজা বন্ধ করে নারী শিক্ষার্থীর মুখে কাপড় চেপে ধরে ধর্ষণ করে। এঘটনা কাউকে জানালে প্রাণে হত্যার হুমকি দিয়ে সাব্বির তার কক্ষ থেকে বের করে দেয়। পরে এঘটনাটি নারী শিক্ষার্থী তার পরিবারের সদস্যদের জানালে গত ১৬ জানুয়ায়ী থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ এঘটনায় শনিবার রাতে ধর্ষককে গ্রেপ্তার করেন। পরে নারী শিক্ষার্থীকে পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এদিকে উপজেলার মাটিকাটা এলাকার ছাপড়া মসজিদ এলাকার মামুনের বাড়ীর ভাড়াটিয়া অশিত কান্তি দাসের ছেলে চয়ন কান্তি দাস গত ১৪ জানুয়ারী এক নারী গার্মেন্টকর্মীকে পূর্ব সম্পর্কের সূত্র ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে রুমে একা পেয়ে জোড়পূর্বক ধর্ষণ করে। এঘটনাটি এলাকাবাসী জানলেও তারা কোন বিচার করতে না পারায় একটি ধর্ষণ মামলা করেন। এ মামলার সূত্র ধরে পুলিশ শনিবার রাতে চয়ন কান্তিকে গ্রেপ্তার করেন। পুলিশ রোববার সকালে গ্রেপ্তারকৃত চয়ন কান্তিকে গাজীপুর জেল হাজতে প্রেরণ করেন। পরে নারী শ্রমিককে ডাক্তারি পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহম্মদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
অপর দিকে পৌরসভার হরিণহাটি এলাকার শারমীন আক্তারের বাড়ীর ভাড়াটিয়া রমনী কান্ত দাসের ছেলে শ্রী চন্দন সরকার দীর্ঘদিন ধরে নানাভাবে প্রস্তাব ও কুপ্রস্তার দিয়ে ব্যর্থ হয়। গত ১২ জানুয়ারী রাতে প্রকৃতির ডাকে বাহিরে বের হলে পূর্ব থেকে ওৎপেতে থাকা শ্রী চন্দন সরকার নারী শ্রমিকের মুখ চেপে ধরে জোড় পূর্বক ধর্ষণের চেষ্টা করে।
এসময় ওই নারী শ্রমিকের ডাক-চিৎকারে বাড়ীর অন্য লোক উঠে এগিয়ে আসলে চন্দন ছেড়ে দিয়ে পালিয়ে যায়। এঘটনায় গতকাল শনিবার রাতে একটি মামলা দায়ের করলে পলিশ চন্দন সরকারকে গ্রেপ্তার করেন। পরে গাজীপুর জেল হাজতে প্রেরণ করেন।
কালিয়াকৈর থানার এসআই আনিসুর রহমান জানান, পৃথক তিনটি ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে