পুনম শাহরীয়ার ঋতু, নিজস্ব প্রতিবেদকঃ গাজীপুরের কালিয়াকৈরে মুজিব শতবর্ষ ও বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কালিয়াকৈর পৌর শাখার ছাত্র সমাবেশ ও মনোঙ্ঘ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এর দেওয়ান পাড়া এলাকায় বাংলাদেশ ছাত্রলীগের পৌর শাখার আহ্বায়ক আবদুল্লা আল মামুন সবুজের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধ বিষয়ক মন্ত্রী এড.আকম মোজাম্মেল হক এমপি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামীলীগের উপজেলা শাখার সভাপতি মুরাদ কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল, পৌর আওয়ামীলীগের সভাপতি সরকার মোশাররফ হোসেন জয়, সাধারণ সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়, ছাত্রলীগের গাজীপুর জেলা শাখার সভাপতি দেলোয়ার হোসেন শাওন, সাধারণ সম্পাদক, জহিরুল আলম রবিন সহ প্রমূখ।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এক বক্তব্যে বলেন ছাত্রলীগের জন্ম হয়েছিল দেশ স্বাধীন করার জন্য, ছাত্রলীগের জন্ম লগ্নে যারা নেতৃত্ব দিয়েছেন তারা আজকের আওয়ামীলীগের মূল দলে ।
এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা