স্টাফ রিপোর্টারঃ বৃহস্পতিবার (১৪ জানুয়ারী) “ইয়াস” পরিবেশ ও মানবাধিকার সংস্থা’র পক্ষ থেকে বিকেলে রংপুর সদরে ও কাউনিয়া উপজেলায় মাস্ক বিতরণ করা হয়।
“ইয়াস” পরিবেশ ও মানবাধিকার সংস্থা’র রংপুর জেলা শাখার আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন “ইয়াস” পরিবেশ ও মানবাধিকার সংস্থা’র রংপুর জেলা পরিচালক মোঃ মোখলেছুর রহমান, ভ্রাম্যমাণ ক্রাইম তদন্ত পরিদর্শক মোঃ নাজমুল হুদা, সহকারি কো অর্ডিনেটর মোঃ রফিকুল ইসলাম লাভলু, পরিদর্শক মোঃ রাসেল রানা, কাউনিয়া উপজেলা পরিদর্শক মোঃ আব্দুল হালিম, বিশিষ্ট সমাজসেবক মোঃ রায়হানুল ইসলাম, রংপুর সদর’র বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ শাহ-জাহান সিরাজ প্রমুখ।
উল্লেখ্য, “ইয়াস” পরিবেশ ও মানবাধিকার সংস্থা গরিব, অসহায় ও নির্যাতিতদের পক্ষে কাজ করে যাচ্ছেন। অন্যদিকে কোভিড- ১৯ সারাবিশ্বের ন্যায়ে বাংলাদেশেও ভয়ংকর রুপে রয়েছে। এক্ষেত্রে নিজেকে সংক্রমণ থেকে বাঁচাতে মাস্ক ব্যবহারের বিকল্প নেই। এরই ধারাবাহিকতায় “ইয়াস” পরিবেশ ও মানবাধিকার সংস্থা’র পক্ষ থেকে সারাদেশব্যাপী ফ্রী মাস্ক বিতরণ করা হচ্ছে।