ভেনেজুয়েলার প্রেসিডেনশিয়াল অনার গার্ডের জেনারেল ইন কমান্ডার জাভিয়ের মারকানো তাবাতাকে বরখাস্ত করেছেন দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। শনিবার (৩ জানুয়ারি) যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বিশেষ অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নিয়ে যাওয়ার কয়েক দিন পর প্রেসিডেনশিয়াল অনার গার্ডের জেনারেল ইন কমান্ডারকে বরখাস্ত করা হলো।
প্রেসিডেনশিয়াল অনার গার্ড হলো এমন একটি সামরিক বাহিনী, যেটি থেকে ভেনেজুয়েলার রাষ্ট্রপ্রধানের নিরাপত্তার দায়িত্বে থাকা দেহরক্ষীদের সরবরাহ করা হয়ে থাকে।
মাদুরোর বাসভবনে মার্কিন সামরিক অভিযানের সময় ঠিক কতজন হতাহত হয়েছেন, সরকারিভাবে সেই তথ্য এখনো প্রকাশ করা হয়নি। ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী কাবেলো ১০০ জন নিহতের খবর নিশ্চিত করেছেন। ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তিদের মধ্যে প্রেসিডেনশিয়াল অনার গার্ডের সদস্যরাও রয়েছেন।
মাদুরোকে তুলে নেওয়ার পর যুক্তরাষ্ট্রই ভেনেজুয়েলা চালাবে—এমন কথা বলে আসছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সোমবার রদ্রিগেজ শপথ নেন। এর আগে তিনি মাদুরো সরকারের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। রদ্রিগেজ মাদুরোর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।
সোমবারও সংবাদমাধ্যম এনবিসিকে রদ্রিগেজ বলেন, বর্তমানে তিনিই দেশটির দায়িত্বে আছেন। মঙ্গলবার ডেলসি রদ্রিগেজ বলেছেন, ‘বিদেশি এজেন্টরা ভেনেজুয়েলা শাসন করছে না। ভেনেজুয়েলার সরকারই দেশটি শাসন করছে, আর কেউ নয়।’