বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ আসনে ট্রাক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবে গণঅধিকার পরিষদ জাতিসংঘ সংস্থার সদর দপ্তর গুঁড়িয়ে দিল ইসরায়েল বিএনপিতে যোগ দিলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী প্রস্তাবিত ২০ গ্রেডের নতুন সরকারি বেতন স্কেল দেখে নিন ইবির দুর্নীতি ও অনিয়মের পূর্ণাঙ্গ শ্বেতপত্র প্রকাশে ৭২ ঘণ্টার আল্টিমেটাম শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির ৫৯ নেতাকে বহিষ্কার দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রীকে ২৩ বছরের কারাদণ্ড নির্বাচন ও নিরাপত্তা নিয়ে সেনাপ্রধানের গুরুত্বপূর্ণ বার্তা প্রধান উপদেষ্টার কাছে ‘নবম জাতীয় বেতন কমিশন’ প্রতিবেদন পেশ বরিশালে চূড়ান্ত লড়াইয়ে ৩৬ প্রার্থী, পেলেন প্রতীক বরাদ্দ

ওমেগা-৩ সমৃদ্ধ ব্রয়লার মাংস আনছে বেঙ্গল মিট

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

উন্নত পুষ্টিগুণসম্পন্ন ওমেগা-৩ সমৃদ্ধ ব্রয়লার মাংস বাজারে আনবে বেঙ্গল মিট। মাসখানেকের মধ্যে এটি বাজারে পাওয়া যাবে। গতকাল মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে বেঙ্গল মিটের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক কর্মশালায় এ তথ্য জানানো হয়। দেশের বাজারের চাহিদা পূরণের পাশাপাশি এই মাংস রপ্তানির পরিকল্পনার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

হৃদরোগের ঝুঁকি কমাতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক উন্নত পুষ্টিগুণসম্পন্ন ওমেগা-৩ সমৃদ্ধ ব্রয়লার মাংস উৎপাদনের লক্ষ্যে এক বিশেষ প্রচারমূলক কর্মশালা রাজধানীর তেজগাঁওয়ে বেঙ্গল মিট-এর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টারের (বিএইউ-আরআইসি) ‘এজ’ সাব-প্রজেক্টের অধীনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘ওমেগা-৩ সমৃদ্ধ ব্রয়লার মাংস উৎপাদনের জন্য খাদ্যে নিউট্রাসিউটিক্যাল ফিড অ্যাডিটিভের ব্যবহার’ শীর্ষক এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো বৈজ্ঞানিক উদ্ভাবনের মাধ্যমে পোলট্রি খাদ্যে পরিবর্তন এনে সাধারণ মুরগির মাংসকে ওমেগা-৩ ফ্যাটি এসিড সমৃদ্ধ করা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোসা. ইয়াসমিন আক্তার। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মোস্তাফিজুর রহমান এবং বেঙ্গল মিটের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এফ এম আসিফ।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেঙ্গল মিটের কন্ট্রাক্ট ফার্মিং ডেভেলপমেন্ট ম্যানেজার এবং এসংক্রান্ত প্রকল্পের প্রধান গবেষক কৃষিবিদ মো. ইমরুল কায়েস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘বিএইউ-আরআইসি’র চিফ কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. আব্দুল আউয়াল।

কর্মশালায় বক্তারা বলেন, বর্তমান সময়ে স্বাস্থ্যসচেতন গ্রাহকদের কাছে ওমেগা-৩ সমৃদ্ধ ব্রয়লার মাংসের ব্যাপক চাহিদা রয়েছে। সাধারণ ব্রয়লার মুরগির খাদ্যে মাছের তেল, তিসি বা চিয়া সিডের মতো পুষ্টিকর উপাদান যোগ করার মাধ্যমে উৎপাদিত এই ওমেগা-৩ সমৃদ্ধ মাংস কেবল পুষ্টির অভাবই পূরণ করবে না, বরং হৃদরোগের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বক্তারা আরও বলেন, এই উদ্যোগের ফলে খামারিদের আয় বাড়বে, দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বেঙ্গল মিট-এর মতো প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে বাজারে প্রিমিয়াম মানের স্বাস্থ্যসম্মত মাংস সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে। কর্মশালায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক, পুষ্টিবিদ, পোল্ট্রি শিল্প উদ্যোক্তা এবং সরকারি কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

দৈনন্দিন জীবনে সুস্বাদু খাবারের পাশাপাশি প্রয়োজন স্বাস্থ্যকর ও নিরাপদ পুষ্টির যোগান। সাধারণত ব্রয়লার মাংস প্রোটিনের চাহিদা পূরণ করলেও তাতে অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড থাকে না। অ্যান্টিবায়োটিক বা কেমিক্যালমুক্ত উন্নত পুষ্টিগুণসম্পন্ন ওমেগা-৩ সমৃদ্ধ ব্রয়লার মাংসে উচ্চমাত্রার ফ্যাটি অ্যাসিড রয়েছে, যা মানবদেহের জন্য অত্যন্ত কার্যকরী ও উপকারী।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102