ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) তাদের সিএসআর কার্যক্রমের অংশ হিসেবে ১০ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে। এ উপলক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সহযোগিতায় সম্প্রতি রাজধানীর এনইসি মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ইআরডি সচিব ও ইডকলের চেয়ারম্যান মো. শাহ্রিয়ার কাদের ছিদ্দিকী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইডকলের সিইও আলমগীর মোরসেদ। সভাপতিত্ব করেন ইআরডির অতিরিক্ত সচিব ও ইডকলের পরিচালক মিরানা মাহরুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ইআরডির অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ মিজানুর রহমান, যুগ্ম সচিব মো. রুহুল আমিন এবং ইডকলের চিফ ইনভেস্টমেন্ট অফিসার নাজমুল হক।
বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা ইআরডি কর্মচারীদের সন্তান। যারা এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে। এই উদ্যোগের লক্ষ্য হলো শিক্ষার্থীদের মেধা ও অধ্যবসায়কে উৎসাহিত করা এবং তাদের শিক্ষাগত স্বপ্ন পূরণে সহায়তা প্রদান করা।