মোঃ রফিকুল ইসলাম লাভলু,, ইয়াস – সহকারী কো-অর্ডিনেটর,রংপুর জেলা।।টিসিবির পন্য কালোবাজারে বিক্রির জন্য মজুদ করে রাখার অপরাধে রংপুরে ১ জন ডিলার ও ১ জন ডিলারের প্রতিনিধিকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশ।
বৃহস্পতিবার রাত ৯ টায় নগরীর স্টেশন রোড আলমনগর কলোনিতে অভিযান চালায় ডিবি পুলিশ। এসময় আলী হোসেন মুন্না নামের এক ব্যক্তির বাড়ি থেকে ৩০০ কেজি পিয়াজ, ৪০০ কেজি চিনি, ৫৪ লিটার সয়াবিন তেলসহ টিসিবির সিলযুক্ত বিভিন্ন ধরনের খালি বোতল, কার্টন উদ্ধার করে তারা।
গ্রেফতার করা হয় মা এন্টার প্রাইজের ডিলার আসাদুল ইসলাম ও ডিলারের প্রতিনিধি মুন্নাকে। অবৈধভাবে টিসিবির পন্য মজুদ রাখার অভিযোগে ডিলারশীপ বাতিল সহ অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ডিবি পুলিশ ও টিসিবি।
অভিযান পরিচালনাকারী রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠক জানান, টিসিবির পন্য নিম্নমধ্যবিত্তদের জন্য নির্ধারিতমূল্যে সরকার তরফ থেকে বিক্রি করার কথা। কিন্তু অসাধু টিসিবির ডিলাররা তা না করে কালোবাজারে বিক্রি করছে।
তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য আলমনগর কলোনিতে অভিযান চালিয়ে ডিলার আসাদুল ও তার প্রতিনিধি মুন্নাকে গ্রেফতার করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।