মোঃ রফিকুল ইসলাম লাভলু, ইয়াস-সহকারি কো-অর্ডিনেটর, রংপুর জেলাঃ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওষুধ পাচারকালে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের হাতে আটক হয়েছে এক নারী। তার কাছে বিপুল পরিমান অনেক মূল্যবান ওষুধ উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ।
হাসপাতালের কেউ বাদী না হওয়ায় সরকারী সম্পদ রক্ষায় মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ নিজেই বাদী হয়ে মামলা দায়ের করবে বলে জানিয়েছেন।
রংপুর আরপিএমপি গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ডিবি) উত্তম প্রসাদ পাঠকের নেতৃত্বে একদল চৌকস গোয়েন্দা দল বৃহস্পতিবার দুপুরে রংপুর মহানগরীর ১৬নং ওয়ার্ডের কেল্লাবন্দের বাসিন্দা আবু বক্করের স্ত্রী মোছাঃ শিরিন বেগম (২৮) কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পূর্ব গেট থেকে বস্তায় করে চোরাই ওষুধ পাচার করার সময় আটক করেন আরপিএমপি রংপুর গোয়েন্দা পুলিশ।
এ সময় তার কাছ থেকে ইনজেকশন, সিরিজ, ক্যাথেটার এবং ইউরিন ব্যাগসহ বিপুল পরিমানের অনেক মূল্যবান ওষুধ উদ্ধার করেন তারা। এব্যাপারে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সুপারেন্টন্ডকে কয়েকবার মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি মোবাইল রিসিভ করেন নি।
গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ডিবি) উত্তম প্রসাদ পাঠক জানান, রংপুর মেডিকেল কলেজ দীর্ঘদিন যাবৎ সরকারী বিভিন্ন ধরনের ওষুধ বিভিন্ন জনের মাধ্যমে নগরীর বিভিন্ন বে-সরকারী হাসপাতাল ও ক্লিনিকের ফার্মাসিতে বিক্রয় করে থাকেন।
তিনি আরো জানান, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের রোগিদের সরকারী সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করে তা রোগিদের বরাদ্দকৃর্ত ওষুধ এভাবে চুরি করে অন্যতরে বিক্রি করেন তারা।
তাই সরকারী সম্পদ রক্ষায় উদ্ধর্তন কর্মকর্তার নির্দেশে পুলিশ নিজেই বাদি হয়ে একটি মামলা দায়ের করবেন বলে তিনি জানান।
এএসবিডি/আরএইচএস