দেশের প্রধান ও আধুনিক আবাসন প্রকল্পগুলোর মধ্যে একটি রূপায়ণ সিটি। রাজধানীর উত্তরাতে আগামীকাল সোমবার (১৫ ডিসেম্বর) থেকে শনিবার (২০ ডিসেম্বর) ছয় দিনব্যাপী আয়োজন করা হয়েছে ‘Rupayan City Investment Carnival’। এই আয়োজনের মাধ্যমে আবাসন এবং বাণিজ্যিক সম্পত্তিতে বিনিয়োগে আগ্রহী ক্রেতাদের জন্য থাকবে বিশেষ মূল্যছাড়, স্পট বুকিং সুবিধা এবং সহজ কিস্তিতে (EMI) সম্পত্তি ক্রয়ের সুযোগ।
কার্নিভালে রূপায়ণ সিটির বিভিন্ন প্রিমিয়াম প্রকল্প যেমন—Rupayan Sky Villa, Rupayan Grand, Rupayan Majestic এবং দেশের বৃহত্তম বাণিজ্যিক প্রকল্প Rupayan Maxus Mall-এর নির্বাচিত ইউনিট বুক করার সুযোগ দেওয়া হবে।
রূপায়ণ সিটি কর্তৃপক্ষ জানিয়েছেন, বর্তমান বাজার পরিস্থিতিতে ক্রেতাদের জন্য নির্ভরযোগ্য, পরিকল্পিত এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগের সুযোগ নিশ্চিত করতেই এই আয়োজন। এর পাশাপাশি প্রকল্প পরিদর্শন, লাইভ পরামর্শ এবং তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণে সহায়ক নানা সুবিধাও থাকছে।
কার্নিভাল চলাকালে অংশগ্রহণকারীরা প্রকল্পভিত্তিক উপস্থাপনা, সীমিত সময়ের এক্সক্লুসিভ অফার এবং বিশেষ ক্রেতা সুবিধা ভোগ করতে পারবেন।
বিনিয়োগে আগ্রহী ক্রেতারা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত রূপায়ণ সিটি ক্লাব প্রাঙ্গণে এসে এই ছয় দিনব্যাপী ইনভেস্টমেন্ট কার্নিভালে অংশগ্রহণ করতে পারবেন।