বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসির সঙ্গে দেখা করার স্বপ্ন এবার বাস্তব হলো বলিউড অভিনেত্রী করিনা কাপুর খান ও তার দুই ছেলে তৈমুর ও জেহর। দুজনই মেসির বড় ভক্ত। রোববার মুম্বাইয়ে এই বিশেষ সাক্ষাতে অংশ নেন করিনা ও তার পরিবার।
সাক্ষাতের একটি ছবি করিনা কাপুর খান নিজেই শেয়ার করেছেন তার ইনস্টাগ্রাম স্টোরিতে। ছবিতে দেখা যায়, তৈমুর ও জেহ পরেছে মেসির নাম লেখা কাস্টম জার্সি।
করিনা নিজে ছিলেন হালকা রঙের কো-অর্ড সেটে। সামাজিক যোগাযোগমাধ্যমে আরেকটি ছবি দ্রুত ভাইরাল হয়, যেখানে করিনা তার দুই ছেলেকে নিয়ে মেসির পাশে দাঁড়িয়ে আছেন।এর আগের দিন শনিবার কলকাতার সল্টলেক স্টেডিয়ামে লিওনেল মেসির সঙ্গে দেখা করেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। সে সময় তিনি তার ছোট ছেলে আব্রামকেও মেসির সঙ্গে পরিচয় করিয়ে দেন।
মেসির কাছ থেকে বিশেষ অটোগ্রাফও পায় আব্রাম। শাহরুখ-মেসির সাক্ষাতের ভিডিও অল্প সময়েই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, এটি লিওনেল মেসির ভারতের দ্বিতীয় সফর। এর আগে ২০১১ সালে আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে ভেনেজুয়েলার বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলতে তিনি কলকাতায় এসেছিলেন। বর্তমানে ৩৮ বছর বয়সী এই ফুটবল কিংবদন্তি ‘গোট ট্যুর অব ইন্ডিয়া ২০২৫’-এর অংশ হিসেবে ভারতে অবস্থান করছেন।