আবু সাঈদ,পরিচালক, (ক্রাইম তদন্ত)নাটোরঃ হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নারীর দুই মাসের কন্যাসন্তান চুরি হয়ে গেছে। নাটোরের গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। ভিডিও ফুটেজে এক নারীকে ওই শিশু নিয়ে যেতে দেখা গেলেও বোরকা ও মুখ ঢাকা থাকায় শনাক্ত করা সম্ভব হয়নি। এখন পর্যন্ত ওই চোরকে আটক বা শিশুটিকে উদ্ধার করতে পারেনি পুলিশ। চুরি হওয়া শিশু তাইবার মা শিমা বেগমের বাড়ি উপজেলার মশিন্দা ইউনিয়নের মাঝপাড়া গ্রামে। তিনি তৌফিজ মোল্লার স্ত্রী।
শিমা বেগম জানান, তার তিন ছেলেমেয়ে। ঠাণ্ডাজনিত রোগের চিকিৎসা নিতে তাইবাকে নিয়ে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছিলেন। চিকিৎসা নেয়ার পর হাসপাতালের বাইরে দাঁড়ালে অচেনা এক নারী তার কাছে আসে। তাইবাকে দেখার জন্য তার কাছ থেকে কোলে নেয়। ওই নারীর কাছে সন্তানকে রেখে তিনি ওষুধ আনতে আউটডোরে যান। কয়েক মিনিট পর ফিরে এসে দেখেন তার শিশুকন্যাসহ ওই নারী সেখানে নেই। হাসপাতালের চারপাশ ও সড়কগুলোতে খোঁজাখুঁজি করেও তার সন্তানসহ ওই নারীকে দেখতে পাননি।
গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোজাহিদুল ইসলাম জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি সিসি ক্যামেরার আওতাভুক্ত। এর আগে এখানে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। পুলিশকে ভিডিও ফুটেজের তথ্য দেয়া হয়েছে। আশা করি, পুলিশ শিগগিরই শিশুটিকে উদ্ধার করতে পারবে।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ আবদুর রাজ্জাক জানান, ভিডিও ফুটেজে ওই নারীকে শনাক্ত করা না গেলেও পুলিশ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছে। দ্রুত সময়ের মধ্যে শিশুটি উদ্ধার হবে বলে আশা করছেন তিনি।
এএসবিডি/আরএইচএস