মোঃ আরমান হোসেন দিনাজপুর প্রতিনিধি ঃ ॥ ১৯ ডিসেম্বর শনিবার দিনাজপুরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান দিনাজপুর ইনস্টিটিউটের ২৮তম বার্ষিক সাধারন সভা ও নির্বাচন অনুষ্ঠানে দিনাজপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক কৃষি ও আমিষ পত্রিকার সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান (জামান)কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২০১২ সালে বাংলাদেশ লাইভ স্টক সোসাইটি জাতীয় এ্যাওয়ার্ড লাভ, ২০১৯ সালে থাইল্যান্ডে ভিএনইউ এশিয়া পেসিফিক বাংলাদেশের একমাত্র এগ্রোভেট এর ব্রান্ডিং মিডিয়া পার্টনার গৌরবে ভূষিত হন। বিগত ২৪ বছর যাবৎ মোহাম্মদ নুরুজ্জামান (জামান) সাপ্তাহিক কৃষি ও আমিষ পত্রিকাটি প্রকাশ করে আসছেন। এ উপলক্ষে উক্ত অনুষ্ঠানে দিনাজপুর ইনস্টিটিউট এর সভাপতি মোঃ রফিকুল ইসলাম ও সাধারন সম্পাদক মোঃ আব্দুস সামাদ সকল সদস্যদের উপস্থিতিতে মোহাম্মদ নুরুজ্জামানকে সম্মাননা স্মৃতি স্বরূপ উত্তরিয়, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন।