শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৬:০৬ অপরাহ্ন

চরফ্যাসনে পৌর নির্বাচনকে কেন্দ্র করে কাউন্সিলর প্রার্থী কাজী মনির হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০

মোঃমামুন হোসাইন নিজস্ব প্রতিবেদক//আসন্ন পৌর নির্বাচনকে কেন্দ্র করে প্রচার প্রচারণাসহ মত বিনিময় সভা ও মিছিল সমাবেশ করছেন মেয়র ও কাউন্সিলর পদ প্রার্থীরা। আসন্ন এ নির্বাচনকে কেন্দ্র করে চরফ্যাসন পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও পাড়া মহল্লায় চলছে লোভিং ও উঠান বৈঠক। বাড়ি বাড়ি গিয়ে এসব পদপ্রার্থীরা সালাম ও কুশল বিনিময়ে জানান দিচ্ছেন নির্দিষ্ট পদের প্রার্থীতা। এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকাল ৫টায় বিআরডিবি সড়ক এলাকায় পৌরসভা ৬নং ওয়ার্ডে কাউন্সিলর পদ প্রার্থী কাজী মো.মনির হোসেন শতশত কর্মী সমর্থক ও স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে এক মতবিনমিয় সভার আয়োজন করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,জিন্নাগড় ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীগের যুগ্ন সাধারন সম্পাদক মো.হোসেন মিয়াঁ,বিশিষ্ট সমাজ সেবক,খন্দকার খাইরুল আলম মাকসুদ, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি কাজী সিরাজুল ইসলাম,ওয়ার্ড আওমীলীগের সাধারন সম্পাদক সুজন সর্মা,বিশিষ্ট ক্রিয়াবিদ খন্দকার মনির মাহমুদ,চরফ্যাসন উপজেলা হোন্ডা শ্রমিকলীগের সাধারন সম্পাদক খন্দকার হান্নান,উপজেলা যুবলীগের সদস্য মোঃছাইফুল্লাহ নোমান,খন্দকার বাপ্পি,মুক্তিযোদ্ধা আবুল হাশেম,সহ স্থানীয় শতশত নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।

এসময় কাউন্সিলর পদ প্রার্থী কাজি মো.মনির হোসেন উপস্থিত এলাকাবাসীর উদ্দেশ্যে প্রতিশ্রুতি দিয়ে বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে পৌরসভা ৬নং ওয়ার্ড বাসীকে সদা নিরাপদ রাখতে মাদক ও সন্ত্রাস মুক্ত একটি সুন্দর ওয়ার্ড গঠন করা হবে। এছাড়াও প্রত্যেক নাগরিকের সুখে দুঃখে পাশে থেকে নাগরিক সেবা ও হত দরীদ্রদের জন্য সরকারের বিশেষ সুবিধা দোড় গোড়ায় পৌছে দেয়া হবে। এলাকার প্রত্যেক পাড়া মহল্লায় বর্ষার জলাবদ্ধতা নিরশনে ড্রেনের ব্যবস্থার মাধ্যমে ৬নং ওয়ার্ডকে আরও উন্নত করা হবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102