মুহাম্মদ রায়হান উদ্দিন
স্টাফ রিপোর্টার:
সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন “সত্যের জ্যোতি ব্লাড ব্যাংক”এর কুমিল্লা জেলা শাখার উদ্যোগে প্রতি বছরের ন্যায় এই বছরও ৩য় বারের মতো শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান আজ ১৭ডিসেম্বর, দুপুর ২ হতে সত্যের জ্যোতি ব্লাড ব্যাংক কুমিল্লা জেলা শাখার এডমিন মোঃ ফরহাদ হোসেন’র সভাপতিত্বে, মোঃ আলাউদ্দিন সঞ্চালনায় লালমাই, শাকেরা সরকারি প্রাথমিক বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমাই উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, সত্যের জ্যোতি ব্লাড ব্যাংক কুমিল্লা জেলা শাখার উপদেষ্টা, মাওলানা মুফতী মিজানুর রহমান । শুভেচ্ছা বক্তব্য প্রধান করেন, আরমানুল হক রিদয়।
এই সময়ে প্রধান অতিথি বক্তব্য বলেন, সেচ্ছাসেবী সংগঠন সত্যের জ্যোতি ব্লাড ব্যাংক’কে গভমেন্টের আওতায় নিবন্ধিত করে দিবেন বলে প্রতিশ্রুতি দিয়েন, এ সময় তিনি আরো বলেন সত্যের জ্যোতি ব্লাড ব্যাংকের পরিবার এর পাশে তিনি সব সময় থাকবেন বলে আশ্বস্ত করেন।
এ সময় আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শাকেরা বঙ্গবাসী ক্লাবের, সাবেক সভাপতি, ফরিদ উদ্দিন আহম্মেদ রতন, পেরুল দক্ষিণ ৯নং ওর্য়াডের মেম্বার শাহাবুল্লাহ্, নরপাটি ৮নং ইউনিয়ন ইউপি সদস্য, শফিকুর রহমান (মেম্বার), শাকেরা আর, এ উচ্চ বিদ্যালয় শিক্ষক, আনোয়ার হোসেন ভুঁইয়া (সহেল)। লালমাই প্রেস ক্লাব সহ-ক্রীড়া সম্পাদক, সাংবাদিক আলমগীর হোসেন অপু , লালমাই উপজেলা ছাত্রলীগের, সাধারন-সম্পাদক পদপ্রার্থী, মোঃ নাজমুল হাসান তুষার, লালমাই, পেরুর উত্তর ইউনিয়নের, ছাত্রলীগের যুগ্ন-আহবায়, শিমুল বড়ুয়া, ব্লাড ডোনেশন কুমিল্লা (বি,ডি,সি) পরিচালক, এইস.এম দেলোয়ার। এতে আরো উপস্থিত ছিলেন, সত্যের জ্যোতি ব্লাড ব্যাংক কুমিল্লা জেলা শাখার এডমিন মোঃ রাসেল হোসেন (রনি) ও মোঃ সোহাগ, মডেরোটর, মনছুর হেলাল আকাশ, মোঃ আব্দুল হালিম, মোঃ রাকিবুল ইসলাম ইয়াসমিন সুলতানা ও জালাল আহমেদ সহ প্রমুখ।