শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৯ পূর্বাহ্ন

৫০০ টাকা বিক্রি হচ্ছে ৬’শতে

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

নতুন নকশার ৫০০ টাকার ব্যাংক নোট বাজারে ছাড়ার পরই তৈরি হয়েছে কৌতূহল ও আলোচনা। কেন্দ্রীয় ব্যাংক নতুন এই নোট সরাসরি জনগণের হাতে না দিয়ে বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে বাজারে সরবরাহ করেছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সীমিত পরিসরে সরবরাহ করা এই নোট সকালে সাধারণের হাতে না পৌঁছালেও, বিকেলে মতিঝিলের খোলাবাজারে দেখা যায় ভিন্ন চিত্র। সেখানে নতুন ৫০০ টাকার নোট বিক্রি হচ্ছে ৬০০ টাকায়।

নতুন নোটটির নকশায় বঙ্গবন্ধুর প্রতিকৃতির পরিবর্তে রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভবনের ছবি। নোটটিতে সই রয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের।

মতিঝিলের কয়েকজন নোট বিক্রেতার কাছে বিকেলের দিকে নতুন নোট পাওয়া যায়। তারা জানান, প্রতিটি নতুন ৫০০ টাকার নোট তাদের ৫৮০ টাকা দিয়ে কিনতে হয়েছে, তাই মুনাফা ধরে ৬০০ টাকা দাম চাচ্ছেন।বিক্রেতারা বলেন, নতুন নোট সাধারণত ঈদের মৌসুমে ভালো বিক্রি হয়, কারণ তখন নতুন টাকা নেওয়ার প্রবণতা থাকে। বছরের অন্য সময় নতুন নোটের প্রতি চাহিদা খুব একটা থাকে না। তাদের মূল ব্যবসাই হলো পুরোনো, ছেঁড়া নোট কিনে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে তা পরিবর্তন করে আনা।

নতুন নোটের নকশা ও বৈশিষ্ট্য

নতুন ৫০০ টাকার নোটটি ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন সিরিজের অংশ। এই সিরিজে ১০০০, ১০০, ৫০ ও ২০ টাকার নোট ইতোমধ্যেই বাজারে এসেছে।

সামনের দিক: কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি এবং মাঝখানে পাতা ও কলিসহ জাতীয় ফুল শাপলা।

পেছনের দিক: বাংলাদেশ সুপ্রিম কোর্টের ছবি।

রঙ: পুরো নোটে সবুজ রঙের আধিক্য রয়েছে।

স্বাক্ষর: নতুন এই নোটে স্বাক্ষর থাকছে গভর্নর ড. আহসান এইচ. মনসুরের।

উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য

নতুন ৫০০ টাকার নোটটিতে জালিয়াতি রোধে ১০ ধরনের বিশেষ নিরাপত্তা বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে:

রঙ পরিবর্তনশীল কালি: নোটটি নাড়ালে ডান পাশের ‘৫০০’ লেখাটি সবুজ থেকে নীল রঙে পরিবর্তিত হবে।

নিরাপত্তা সুতা: লাল ও স্বর্ণালী রঙের পেঁচানো নিরাপত্তা সুতা রয়েছে, যা আলোর বিপরীতে ধরলে ‘৫০০ টাকা’ লেখাটি দেখা যাবে।

জলছাপ: জলছাপ হিসেবে রয়েল বেঙ্গল টাইগারের মুখ ব্যবহার করা হয়েছে, যার নিচে ইলেকট্রো টাইপে ‘৫০০’ এবং বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম দেখা যাবে।

স্পর্শে অনুভব: দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য নোটের ডান দিকের নিচে পাঁচটি উঁচু বৃত্ত যুক্ত করা হয়েছে। শহীদ মিনার ও মূল্যমান সহ কিছু অংশ ইন্টাগ্লিও প্রিন্টে করা, যা স্পর্শ করলে উঁচু মনে হবে।

গোপন লেখা: নোটে গোপনে ‘৫০০’ লেখা রয়েছে, যা নির্দিষ্ট কোণে ধরলে স্পষ্ট দেখা যায়।

তন্তু: নোটের কাগজে লাল, নীল ও সবুজ রঙের তন্তু যোগ করা হয়েছে, যা বিশেষ আলোতে দৃশ্যমান হয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102