লালমনিরহাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার(১৭ ডিসেম্বর) দুপুরে লালমনিরহাট এয়ারপোর্টরে বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্সাল মসিহুজ্জামান সেরনিয়াবাত আনুষ্ঠানিক ভাবে এ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
এ সময় বিমান বাহিনীর প্রধান বলেন, এটি একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয়, যা বাংলাদেশে অ্যাভিয়েশন এবং অ্যারোস্পেস সম্পকিত প্রথম ও একমাত্র উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। দক্ষ বৈমানিক, বিমান প্রকৌশল, বেসরকারি বিমান পরিবহনের ক্ষেত্রে সকল স্থরের দক্ষ জনবল, বিমান তৈরি ও রক্ষনাবেক্ষনের সকলস্তর, মহাকাশ সম্পর্কিত উচ্চ শিক্ষা, তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান প্রদানে এই বিশ্ববিদ্যালয় জনশক্তি উৎপাদনে কাজ করে যাবে।
তিনি আরো বলেন, লালমনিরহাটে বিশ্ববিদ্যালয়টির মূল স্থাপনা ও অবকাঠামো নির্মানের কার্যক্রম শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় একাডেমিক কার্যক্রমও ২০২০ সালে শুরু হয়। এ বিশ্ববিদ্যালয় অধিনে বৈমানিক, বিমান প্রকৌশল ও মহাকাশ বিজ্ঞানের ক্ষেত্রে উচ্চ শিক্ষার তাত্ত্বিক ও ব্যবাহারিক প্রশিক্ষন ২০২১-২০২২ শিক্ষা বর্ষে শুরু হবে। ২০২১ শিক্ষা বর্ষে লালমনিরহাটে ৫টি বিষয়ে শিক্ষা কার্যক্রম শুরু হবে । বিষয় গুলো হচ্ছে বিএসসি ইন অ্যারো স্পেস, বিএসসি ইন অ্যাভিওনিক্স, বিএসসি ইন এমই, বিএসসি ইন ইইই , বিএসসি ইন সিএসই।
ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভিসি এয়ার ভাইচ মার্সাল এ এইচ এম ফজজুল হক, জেলা প্রশাসক আবু জাফর, পুলিশ সুপার আবিদা সুলতানা, বিমান বাহিনীর উর্দ্ধতন কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদূরপ্রসারী পরিকল্পনা ও যুগান্তকারী পদক্ষেপের লক্ষ্যে গত ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি জাতীয় সংসদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় আইন পাশ হয়। সেই লক্ষ্যে এশিয়ার বৃহত্তম বিমানবন্দর খ্যাত পরিত্যাক্ত লালমনিরহাট বিমানবন্দরকে নির্বাচন করা হয়। তাই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জন্য জমি অধিগ্রহন করে ভবন নির্মান শুরু করে সরকার