নিজস্ব প্রতিবেদক:
দেশের উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলা লালমনিরহাট ও পাটগ্রামে শীত জেঁকে বসেছে। দিনে সূর্য কিছুটা স্বস্তি জোগালেও গতকাল ধরে মৃদু শৈত্যপ্রবাহ চলাকালে কুয়াশার আড়ালে ছিল সূর্য। কুয়াশার দাপটের সঙ্গে ছিলো কনকনে ঠাণ্ডা।
শৈত্যপ্রবাহ কাটার পর গত কাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) লালমনিরহাট জেলা পাটগ্রাম উপজেলা এবং বিভিন্ন গ্রাম অঞ্চলে দেখা মেলেনি সূর্যের। কিন্তু আজ বুধবার আবার কুয়াশাঢাকা সকাল পেল লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বিভিন্ন গ্রাম অঞ্চলের মানুষ। তাপমাত্রা একটু বাড়লেও শীতের কামড়ও কম তীব্র নয়। সকালে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় ঘরের বাইরে বের হলেই চোখে পড়েছে কুয়াশার দাপট। একটু দূরের জিনিসও দেখা যাচ্ছে না। রাস্তাঘাটে রিকশাসহ যানবাহনের সংখ্যা অনেক কম। অফিস আদালত, যাওয়া বা অন্য জরুরি কাজ ছাড়া মানুষ বাইরে বের হচ্ছে না। যানবাহনগুলো চলছে হেডলাইট জ্বালিয়ে তীব্র কুয়াশার কারনে। এবং
সূর্যের মুখ। কুয়াশার কাছে যেন হার মেনেছে সূর্যের আলো। থেমে থেমে গ্ৰাম ছুঁয়ে যাচ্ছে কুয়াশায় ঘেরা ঘন বাতাস হাড় কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া মানুষ।
এ ছাড়া দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কম থাকলেও মানুষের কাছে বেশি শীত অনুভূত হয়। গতকাল থেকে রাতের তাপমাত্রার পার্থক্য ছিল খুবই কম। সে কারণেও কনকনে শীত অনুভূত হচ্ছে।গতকাল সকালে ঘন কুয়াশার কারণে সূর্যের দেখা না মেলায় শীতের মাত্রা বেড়ে গিয়েছে।