শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১০:০১ অপরাহ্ন

আধারে আলো ফাউন্ডেশনের উদ্দ্যেগে ফ্রি মেডিকেল ক্যাম্প ক্যাম্পেইন

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০

সজীব আহমেদ ,আমতলী (বরগুনা) ঃ

 

বরগুনার আমতলীতে উপজেলায় মহান বিজয় দিবস উপলক্ষে “আঁধারে আলো ফাউন্ডেশনের’ উদ্দ্যেগে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ও সচেতেনতা মূলক ক্যাম্পেইন ও মাস্ক বিতারন অনুষ্ঠিত হয়েছে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপস্থিত ছিলেন আমতলী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান। বিশেষ অতিথি ছিলেন ০২ নং কুকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃবোরহান উদ্দিন মাসুম তালুকদার, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ কায়েসুর রহমান (ফকু) ও ইউপি মেম্বর মোঃ জহির মাদবর সহ অত্র এলাকার সামাজিক, রাজনৈতিক ও জেলা,উপজেলার অধিকাংশ গণমাধ্যমকর্মী এসময়ে উপস্থিত ছিলেন।

 

এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুদকের উপ-পরিচালক (চট্টগ্রাম জোন) জনাব মাহবুল আলম। তার শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন, এ মহৎ উদ্দ্যেগকে আমি সাধুবাদ জানাই এবং যারা এর আয়োজন করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, তার সাথে সাথে সচেতন মূলক কার্যক্রমে আমাকে পাশে পাবেন। আমি যতটুকু সম্ভব আপনাদের পাশে থাকার চেষ্টা করবো।

 

তিনি আরও বলেন,আমি এই এলাকারই সন্তান। তাছাড়া আমতলী উপজেলায় “আঁধারে আলো ফাউন্ডেশনের উদ্দ্যেগে ‘ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ও সচেতনতা মূলক ক্যাম্পেইন একটি ভলো উদ্দ্যেগ।

 

আমি চাই, যার রক্তের গ্রুপ সম্পর্কে ধারনা নাই। তারা এর মাধ্যমে ধারনা পাবে। হঠাৎ দেখা যায় রক্তের প্রয়োজন হয়। তখন নিজের রক্তের গ্রুপ সম্পর্কে যদি জানা না থাকে তাহলে ভোগান্তিতে পরতে হয়। আমি আশা রাখি এ ফাউন্ডেশনটি সামনের দিকে এগিয়ে যাবে এবং আরও বিকশিত হবে এটাই আমার বিশ্বাস।

 

প্রধান অতিথি ও বিশেষ অতিথি গুরুত্বপূর্ন বক্তাব্যে বলেন, এই আয়োজন যারা করেছেন আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এরকম সচেতনতা মূলক কাজ কে স্বাগত জানাই।

 

তারা আরও বলেন, “আঁধারে আলো ফাউন্ডেশনের ‘প্রতি সর্বোচ্চ সহযোগীতা করে পাশে থাকবো ইনশাআল্লাহ।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102