শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৯:৪৯ অপরাহ্ন

কালিয়াকৈরে মুক্তিযোদ্ধাদের নামে ৪০ কি আঞ্চলিক সড়কের নাম ফলক

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০

 

পুনম শাহরীয়ার ঋতু,ঢাকা:গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার পর্যন্ত ৪০টি আঞ্চলিক সড়কে মুক্তিযোদ্ধাদের নামে নামফলক লাগানো হয়েছে। তবে উপজেলা প্রায় শতাধিক আঞ্চলিক ও শাখা সড়কে জীবিত ও শহীদ মুক্তিযোদ্ধার নামে নামকরণ ও ফলক লাগানো হবে বলে উপজেলা পরিষদ জানিয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের সিদ্ধান্ত মতে কালিয়াকৈর উপজেলা পরিষদ এ কার্যক্রম বাস্তবায়ন করছেন। ইতিমধ্যে উপজেলা পরিষদ ৪০টি আঞ্চলিক ও শাখা সড়কে ৪০জন জীবিত ও শহীদ মুক্তিযোদ্ধার নামে ফলক বসানো হয়েছে।
এলাকাবাসী জানান,তেলিরচালা এলাকা ও সফিপুর এলাকার দুইটি সড়ক বৃহস্পতিবার দুই মুক্তিযোদ্ধার নামে নামকরণ ফলক বসানো হয়েছে।
উপজেলা পরিষদের উদ্যোগে তেলিরচালা টপষ্টার থেকে মৌচাক বাজার পর্যন্ত মুক্তিযোদ্ধা মরহুম আবুল হাসেম নামে ও সফিপুর থেকে ভান্নার বাজার তিন মাথা মোড় পর্যন্ত মুক্তিযোদ্ধা মোঃ জামির উদ্দিন সরকারের নামে নামকরণ করা হয়েছে। সকালে ওই দুইটি নাম ফলক খুলে দিয়ে উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মোঃ সেলিম আজাদ। এসময় উপস্থিত ছিলেন,মুক্তিযোদ্ধা মোঃ জামির উদ্দিন সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মাসুদ পারভেজ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রুবেল সরকার প্রমুখ।
মুক্তিযোদ্ধা মোঃ জামির সরকার জানান, নিজের নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে। এ খবর জেনে খুব আনন্দবোধ করছি। এসরকারের প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই।
উপজেলা ভাইচেয়ারম্যান মোঃ সেলিম আজাদ জানান, উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলার সকল সড়ক মুক্তিযোদ্ধাদের নামে নাম করণ করা হচ্ছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক এমপির নির্দেশে পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য সড়কে আগামী স্বাধীনতা দিবসের আগেই নামকরণ ও নামফলক বসানোর কাজ শেষ হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102