মুহাম্মদ রায়হান উদ্দিন,স্টাফ রিপোর্টার।।ফটিকছড়ি নানুপুর সৈয়দপাড়া ফ্রেন্ডস্ সার্কেল ঐক্য পরিষদের ১যুগ বর্ষপূর্তি ও ১৬ডিসেম্বর বিজয় দিবস উদযাপন উপলক্ষে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন “সত্যের জ্যোতি ব্লাড ব্যাংক”এর সহযোগীতায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠান আজ বুধবার নানুপুর মহিলা আলিম মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
সত্যের জ্যোতি ব্লাড ব্যাংক’র প্রতিষ্ঠাতা ও এডমিন শেখ মুহাম্মদ ইসমাইলের পরিচালনায় অন্যদের মধ্যে উপস্থিত ফ্রেন্ডস্ সার্কেল ঐক্য পরিষদের সভাপতি সৈয়দ আহামুদুল আজম, সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হুদা ইয়াজ, সত্যের জ্যোতির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আব্দুল আজিজ, শিরিন আক্তার, ফটিকছড়ি শাখার ভারপাপ্ত পরিচালক-মোহাম্মদ আরিফ, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ মনিরুল হক, মোহাম্মদ শাহাদাৎ হোসাইন,মোহাম্মদ আব্দুল্লাহ আল নোমান, মোহাম্মদ খোরশেদুল আলম, মহানগর শাখার সহ পরিচালক- মোহাম্মদ মোস্তফা আমিন, সদস্য এস এ আরফাত, আশরাতুল মোবারসারা, মোহাম্মদ সুলতান।
উক্ত অনুষ্ঠানে প্রায় ২০০জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।