শেখ মোহাম্মদ জাকারিয়া
স্টাফ রিপোর্টার;
মাননীয় সংসদ সদস্য এডভোকেট সৈয়দা রুবিনা আক্তার মিরার সহয়োগীতায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বানারীপাড়া উপজেলায় অসহায় দুস্থ রোগীদের মাঝে অনুদানের চেক বিতারন করা হয়েছে।
১৫/১২/২০২০ইং রোজ মঙ্গলবার দুপুরে বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়
অসহায় দুস্থদের মাঝে অনুদানের চেক বিতারন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা।
উল্লেখ্য মাননীয় সংসদ সদস্য এডভোকেট সৈয়দা রুবিনা আক্তার মিরার সহযোগীতার পেক্ষিতে প্রধানমন্ত্রী বরাবর আবেদন করলে বানারীপাড়া উপজেলার ২২ জন গরীব দুস্হ আসহায় রোগীর জন্য ৭,০৭,০০০( সাত লক্ষ, সত্তর হাজার) টাকা বরাদ্দ হয়।
এসময় উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা ভূমি কর্মকর্তা,বানারীপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আনিসুর রহমান মিলন ও বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ফোরকান আলী হাওলাদার।