আগামী ২২ বছর ঢাকার অদূরে পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল (পিআইসিটি) পরিচালনা ও ব্যবস্থাপনা করবে সুইজারল্যান্ডভিত্তিক ‘মেডলগ’।
সোমবার (১৭ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ) এবং মেডলগ এর মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।সিপিএ চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামান এবং মেডলগ বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এটিএম আনিসুল মিল্লাত এ চুক্তিতে সই করেন।এ সময় উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের নৌ-পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন, ঢাকাস্থ সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো র্যাগলিসহ সিপিএ ও মেডলগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।