মো:রুবেল বানারীপাড়া প্রতিনিধি।বরিশালের বানারীপাড়া সদর ইউনিয়নের মাছরং গ্রামের বাসিন্দা রূপালী বাংকের সাবেক প্রিন্সিপাল অফিসার মোঃ নুরুল হক ইন্তেকাল করেছেন। (ইন্না……রাজিউন) ১০ ডিসেম্বর রাত পৌনে ১ টায় ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশাষ ত্যাগ করেণ। তিনি বহুদিন পর্যন্ত বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ঢাকা থেকে তার লাশ গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। ১১ ডিসেম্বর দুপুর আড়াইটায় নিজ বাড়ির আঙ্গিনায় জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। উল্লেখ্য বানারীপাড়া সদর ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার আইনুল হকের বড় ভাই ও বানারীপাড়া পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাংবাদিক শফিক শাহিনের ফুপা নুরুল হক। তার মৃত্যুতে বানারীপাড়া মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাব সহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ শোক সংন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।