নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছিতে “ইয়াস” পরিবেশ ও মানবাধিকার আইন সহায়তা সংস্থা’র বদলগাছি উপজেলা শাখার উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে।
“ঘুরে দাড়াব আবার, সবার জন্য মানবাধিকার” এই পতিপাদ্য বিষয়কে সামনে রেখে বৃৃৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হয়।
এসম উপস্থিত ছিলেন, “ইয়াস” মানবাধিকার সংস্থা’র বদলগাছি উপজেলা শাখার সভাপতি মোঃ মুজাহিদ হোসেন এবং সহ সভাপতি মো শরিফুল ইসলাম, সাধারন সম্পাদক আবু রাইহান, এবং আইন বিষয়ক সম্পাদক আব্দুর রউফ, সদস্য মোঃ রুবেল হোসেন প্রমুখ।
উক্ত মানবাধিকার দিবসে মোঃ মুজাহিদ হোসেন বলেন, আমরা পিছিয়ে পড়া এবং সেবা বঞ্চিত সাধারন মানুষের সেবা নিশ্চিত করাই আমাদের মুল লক্ষ। তাই আজকের মানবাধিকার দিবসের স্লোগান হলো, “ঘুরে দাড়াব আবার, সবার জন্য মানবাধিকার”।
আলোচনা শেষে বদলগাছি চৌরাস্তার মোড়ে ৩০০ সাধারন জনগনের মাঝে মাস্ক বিতরন সহ রাস্তার মুল মুল সড়কে র্যালি প্রদক্ষিন করে।
এএসবিডি/আরএইচএস