শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:১৭ পূর্বাহ্ন

কালীগঞ্জে মিট দ্যা স্টুডেন্ট অনুষ্ঠানে জেলা প্রশাসক

শ্যামল কুমার মন্ডল,কালীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
সুশিক্ষিত শিক্ষার্থী সমুন্নত জাতি এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে কালীগঞ্জে অনুষ্ঠিত হলো ” মিট দা স্টুডেন্টস্। ” কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর বেলা বেলা ১১ টায় উপজেলা প্রাঙ্গনে মিট দা স্টুডেন্ট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোস্তফা আহমেদ, তিনি বলেন শিক্ষার্থীদের জীবন গড়তে হলে নির্দিষ্ট লক্ষ্য থাকতে হবে ,যার জীবনে লক্ষ নেই পাগল।
যদি সুনির্দিষ্ট লক্ষ্য ও কর্মপরিকল্পনা থাকে তাহলে সঠিক লক্ষে পৌছাতে পারবেও শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন সব সময় মনে রাখতে হবে আমরা পারবো আমরা করব জয়। সফল হতে শুধু আমার মত জেলা প্রশাসক নয় ,ব্যবসার মাধ্যমে হতে কিংবা ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক সহ বিভিন্ন পেশার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হওয়া যায়। শিক্ষা মানুষকে প্রকৃত মানুষ করে তুলতে পারে, তুমি আরো বলেন তরুলতা তরুলতা পশু পশু কিন্তু মানুষ একমাত্র ব্যক্তি জীবন সমাজ পরিবর্তন করতে পারে তিনি তার জীবনে বড় হওয়ার স্বপ্ন দেখার গল্প করে শুনান। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান দায়িত্বপ্রাপ্ত প্রধানদের সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন সাতক্ষীরা সহ অনেক শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল কলেজে গিয়েছি অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে নবম দশম শ্রেণীর শিক্ষার্থী কম থাকে বিশেষ করে কলেজ গুলোর অবস্থা খুবই খারাপ তিনি বলেন জনগণের টাকায় সরকার আমাদের বেতন দিচ্ছে আমরা সেটা নিচ্ছি কিন্তু সঠিকভাবে দায়িত্ব পালন করছে না এর জন্য দায়ী থাকতে হবে। যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থী কম থাকবে পরীক্ষায় অকৃতকার্য হবে তাদের বিরুদ্ধে মন্ত্রণালয়ে জানানো হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী মোঃ মাহবুবুর রহমান উপজেলা সহকারী কমিশনার ভূমি অমিত কুমার বিশ্বাস কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান কালিগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আজিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ আবুল হোসেন কালীগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবির, কালিগঞ্জ উপজেলায় জামাত ইসলামের আমির অধ্যক্ষ আব্দুল ওহাব সিদ্দিকী, সেক্রেটারী অধ্যাপক আব্দুর রউফ, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাঃ শফিকুল ইসলাম বাবু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আকরাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন কাজী আলাউদ্দিন কলেজের অধ্যক্ষ আরিফ বিল্লাহ বড় সিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান তার আলী আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবু দাউদ, কাঠুলিয়া রাজবাড়ী ডিগ্রী কলেজের প্রভাষক মিজানুর রহমান প্রমুখ। উপজেলার বিভিন্ন কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক শিক্ষার্থী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধান অতিথিদের কাছে প্রশ্ন করেন এবং উত্তর দেন অনুষ্ঠানের শেষ পর্যায়ে ডি আর এম ইউনাইটেড আইডিয়াল কলেজ ফুটবল খেলায় জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন কড়ায় খেলোয়াড়দের সম্বর্ধনা প্রদান করা হয়।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102