নিম্নমানের ফিড প্যাকিং করে উপজেলার বিভিন্ন এলাকায় কম দামে বিক্রি করে আসছে, গত ১৪/৯/২৫ তারিখে তার গোডাউনে বস্তা রিপ্যাকিং সময় হাতেনাতে ধরে ফেলি যেখানে আসল নারিশ পোল্ট্রি ফিড ১ বস্তায় দাম ৩ হাজার ৫০০ টাকা, সেখানে সে রিপ্যাকিং নকল ফিড ১বস্তা বিক্রিয় করে
২ হাজার ৮০০ টাকা, এতে বস্তাপ্রতি ৩০০ টাকা লাভ করে থাকে। এ অবস্থায় একদিকে যেমন ক্রেতা প্রতারিত হচ্ছে অপরদিকে নারিশ ফিড ব্যবসার সুনাম নষ্ট হচ্ছে। থানাতে অভিযোগ করে প্রতিকার পাইনি।