শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৫ পূর্বাহ্ন

কালীগঞ্জে দ্রুতগতির কারণে দুর্ঘটনার কবলে ইমাদ পরিবহন

শ্যামল কুমার মন্ডল,কালীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
সাতক্ষীরা জেলার,কালীগঞ্জ উপজেলায় আমতলা মোড় এবং ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় আজ সকাল ৭টার সময় দ্রুত গতির কারণে গাড়ির হুইল কেটে যেয়ে, নিয়ন্ত্রণ হারিয়ে ইমাদ পরিবহনের (ঢাকা মেট্রো” ব” ১৫৬১৬৪ )ঢাকা থেকে শ্যামনগর গামী একটি বাস আমতলা মোড়ে একটি কাঠের দোকানে ঢুকে পড়ে। ঢুকে পড়ার সাথে সাথে বিকট আওয়াজ শুনে এলাকাবাসী এদিকে ওদিকে ছোটাছুটি করতে থাকে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস কালিগঞ্জ থানা এবং উপজেলা প্রশাসনের সহায়তায় গাড়িটিকে উদ্ধার করা হয়। তখন এলাকাবাসী জানান হঠাৎ করে ঘটে যাওয়া এই ঘটনা আমরা কখনো আশা করিনি। এলাকাবাসী দুর্ঘটনার কারণ হিসেবে গাড়িটির গতি এবং ড্রাইভার -এর অদক্ষতাকে চিহ্নিত করেছেন। দুর্ঘটনায় শাহাজান, নজু এবং সাহেব আলী মারাত্মকভাবে আহত হয়। আহতদের চিকিৎসার জন্য তৎক্ষণাৎ হসপিটালে প্রেরণ করা হয়। গাড়ির সামনের অংশটির মারাত্মক ক্ষতি হলেও নিহতের কোন খবর পাওয়া যায়নি।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102