মঙ্গলবার বিকেলে মুন্সীগঞ্জর শহরের খালইস্ট এলাকায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতনের নিজস্ব অর্থায়নে মুন্সীগঞ্জ জেলা বিএনপি আহবায়ক কমিটি সদস্য সুলতান আহমদের নিজ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য সুলতান আহমদ, মুন্সীগঞ্জ সদর উপজেলার যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শামছুল সরকার, শহর কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক জালাল গাজী। আরও উপস্থিত ছিলেন,বিএনপির নেতা জাহাঙ্গীর ফকির, জাকির মৃধা, কবির , মজিবুর রহমান,ফারুক মিঝি, মাসুদ রানাসহ বিভিন্ন অঙ্গ ও নেতৃবৃন্দ ।
এসময় বক্তরা বলেন, শারদীয় দুর্গাপূজা কেবল হিন্দু সম্প্রদায়ের নয়,এটি একটি সার্বজনীন উৎসব। সকল ধর্মের মানুয়ের সম্প্রীতি,শান্তি ও সৌহার্দ্য বজায় রাখির জন্য বিএনপি সব সময় অঙ্গীকারবদ্ধ।